6 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

বলিউডের গোপন তথ্য ফাঁস করলেন অনন্যা

বলিউডের গোপন তথ্য ফাঁস করলেন অনন্যা - the Bengali Times
অনন্যা পাণ্ডে

অনন্যা পাণ্ডে করণ জোহরের শো ‘কফি উইথ করণ’-এ ফাঁস করে দিলেন বলিউড ইন্ডাস্ট্রির একের পর এক তথ্য। বলে দিলেন কে কার সঙ্গে সম্পর্কে রয়েছেন।

অনন্যার সঙ্গে এসেছিলেন ‘লাইগার’ ছবিতে তাঁর সহ-অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। তাঁকে যখন জিজ্ঞাসা করা হয় বিজয় কার সঙ্গে সম্পর্কে রয়েছেন, পরোক্ষভাবে অনন্যা নেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার নাম।

- Advertisement -

অনন্যা বলেন, ‘হি ইজ ইন রাশ…রাশ টু মিট মিকা সিং…। ‘

ইংরেজি রাশ কথার বাংলা অর্থ তাড়া… যদিও অনন্যা যে এখানে তাড়া বোঝাতে চাননি, সে আন্দাজ করাই যায়। রাশ মানে যে রাশমিকার দিকেই ইঙ্গিত তাঁর সে কথা বুঝতে পেরেই দেবেরাকোন্ডা বলেন। ‘তোমার সত্যি মনে হয় এমনটা?’

রাশমিকাকে নিয়ে বিজয় যোগ করেন, ‘আমরা দুটি ছবিতে একসঙ্গে কাজ করেছি। আমার ওকে খুব পছন্দ। আমার খুব ভালো বন্ধু। অনেক কিছু শেয়ারও করি। আমাদের মধ্যে বন্ডিং বেশ ভালো। ‘ আর প্রেম? তাঁর উত্তর, ‘এই মুহূর্তে বাবা-মায়ের সঙ্গে বেশ ভাল সম্পর্ক আমার। ‘

জাহ্নবীর প্রেম নিয়েও মুখ খোলেন অনন্যা। তিনি জানান এই মুহূর্তে জাহ্নবী সিঙ্গল। তবে টাইগার শ্রফের কথা জিজ্ঞাসা করতেই অনন্যা বলেন, ‘টাইগার খুব ভালোভাবেই জানে তাঁর দিশা কোন দিকে। ‘ দিশা পাটানির সঙ্গে টাইগারের প্রেম বহুল আলোচিত। যদিও নিজেরা কোনো দিন প্রেমের কথা স্বীকার করেননি। সাম্প্রতিককালে এ-ও খবর- দুজন নাকি আলাদা হয়ে গেছেন।

অন্যদিকে কিয়ারা আদভানির প্রেম নিয়েও প্রশ্ন করেন করণ। কারো নাম না নিয়ে এখানেও ইঙ্গিতের মাধ্যমেই কিয়ারা ও সিদ্ধার্থের প্রেমের কথা বলে দেন অনন্যা। তিনি বলেন, ‘ওয়েক আপ সিড। ‘ ইন্ডাস্ট্রিতে সিদ্ধার্থকে যে সিড ডাকা হয়, এ কথা তো প্রায় সবাই জানেন। এ তো গেল অন্যদের কথা।

নিজের সম্পর্কের কথা অনন্যা না বললেও তা ফাঁস করে দিয়েছেন করণ জোহরই। ঈশান খট্টরের সঙ্গে বিচ্ছেদের পর অনন্যা এই মুহূর্তে আদিত্য রায় কাপুরের বেশ ঘনিষ্ঠ, তা সরাসরি তাঁর শো’তে জানিয়েছেন করণ জোহর।

- Advertisement -

Related Articles

Latest Articles