2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

এবার পা কেটে ফেলতে চান ‘ব্ল্যাক এলিয়েন’ হতে চাওয়া তরুণ

এবার পা কেটে ফেলতে চান ‘ব্ল্যাক এলিয়েন’ হতে চাওয়া তরুণ - the Bengali Times

এলিয়েন হতে চেয়েছিলেন এক তরুণ। নিজেকে পুরোপুরি ভিনগ্রহীর রূপে বদলে ফেলতে তাই সর্বাঙ্গে ট্যাটু করিয়েছিলেন ফরাসি যুবক অ্যান্থনি লোফ্রেডো (৩৩)। অস্ত্রোপচার করে কেটে ফেলেন নাক, কান ও হাতের দুটি আঙুল। কিন্তু এসব করেও সন্তুষ্ট নন এই তরুণ। এবার লোফ্রেডো তার একটি পা কেটে ফেলতে চান। নিজেকে ‘ব্ল্যাক এলিয়েন’ হিসেবে প্রতিষ্ঠা করতে উঠেপড়ে লেগেছেন।

- Advertisement -

এবার পা কেটে ফেলতে চান ‘ব্ল্যাক এলিয়েন’ হতে চাওয়া তরুণ - the Bengali Times

২৭ বছর বয়সেই লোফ্রেডো সিদ্ধান্ত নেন ‘ব্ল্যাক এলিয়েন’ হবেন তিনি। তারপর থেকে সারা শরীরে ট্যাটু করানো শুরু করেন তিনি। সাপের জিভের আদলে চিরে ফেলেন জিভ। কেটে ফেলেন কান। কিন্তু পা বাদ দেওয়া বেশ কঠিন একটা সিদ্ধান্ত।

এবার পা কেটে ফেলতে চান ‘ব্ল্যাক এলিয়েন’ হতে চাওয়া তরুণ - the Bengali Times

গণমাধ্যমকে লোফ্রেডো জানিয়েছেন, তার পা সম্পূর্ণ সুস্থ, তাই পা কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া খুব একটা সহজ কাজ নয়। তবুও তিনি বারবার নিজেকে বদলাতে ভালবাসেন। আর সে কারণেই যে কোনো একটি পায়ের হাঁটুর নিচের অংশ বাদ দিতে চান তিনি।

এবার পা কেটে ফেলতে চান ‘ব্ল্যাক এলিয়েন’ হতে চাওয়া তরুণ - the Bengali Times

কিছু দিন আগেই নিজের চেহারার জন্য কোনো চাকরি পাচ্ছেন না বলে জানান অ্যান্থনি। অনেকেই তাকে মানসিক ভারসাম্যহীন মনে করেন বলে আক্ষেপও করেন এই তরুণ। ইনস্টাগ্রামে ১২ লাখ অনুসারী থাকলেও অনেকেই তাকে ভয় পান বলেও জানিয়েছিলেন তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles