18.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি - the Bengali Times

ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসারের (ইউএনও) ব্যবহৃত সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রধানদের নানা প্রলোভন দেখিয়ে টাকা দাবি করেছে বলে অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।

- Advertisement -

বুধবার (৩ আগস্ট) বিকাল সাড়ে ৬টার দিকে মোবাইল নম্বর ক্লোন করার বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান।

ইউএনও বলেন, বুধবার ইউএনও’র সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন জনের কাছে ফোন করে টাকা চাওয়া হয়েছে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করা হয়েছে।

যাদের কাছে কল করে টাকা চেয়েছে তাদেরকে কোন প্রকার লেনদেন করা থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে এবং এ বিষয়ে সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়ে ইউএনওর ফেসবুক আইডি থেকে সতর্কবার্তা পোস্ট করা হয়েছে।

সূত্র : বার্তা ২৪

- Advertisement -

Related Articles

Latest Articles