7.8 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

রিজুয়ান রহমান ল পিসি নিবেদিত ‘এনআরবি শুভ সকাল’ : শিশুদের কোভিড ভ্যাকসিন নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা

রিজুয়ান রহমান ল পিসি নিবেদিত ‘এনআরবি শুভ সকাল’ : শিশুদের কোভিড ভ্যাকসিন নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা - the Bengali Times
আগামী ৬ আগস্ট শনিবার সকাল ১১টায় এনআরবি টিভির পর্দায় প্রচারিত হবে রিজুয়ান রহমান ল পিসি নিবেদিত ‘এনআরবি শুভ সকাল’ এর ১১তম পর্ব। বিনোদনের পাশাপাশি নানা ধরনের প্রয়োজনীয় তথ্যের উপস্থাপনে এনআরবি শুভ সকাল বরাবর যত্নশীল। এই পর্বে আগস্ট মাস থেকে শুরু হওয়া নতুন ভ্যাকসিনটি নিয়ে আলোচনা করা হয়েছে এবং বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে। উল্লেখ্য ৪ বছর বয়স থেকে ১১ বছর পর্যন্ত শিশুরা এই প্রথম কোভিড-১৯ এর ভ্যাকসিনটি ২০২২ এর আগস্ট থেকে নেয়া শুরু করছে। এই ভ্যাকসিনটি নিয়ে বিস্তারিত আলোচনায় থাকবেন সিককিডস হসপিটালের পেডিয়াট্রিক নিউরোলজিস্ট ডা. তিস্তা বোস সোমেন। এনআরবি শুভ সকালের অন্যান্য নিয়মিত পর্ব বাণী চিরন্তনী, ভোরের পংক্তিমালা, ছুটির দিনের গান এবং ছুটির ফাঁদেতেও রয়েছে বরাবরের মতো কিছুটা ভিন্নতা। উল্লেখ্য রিজুয়ান রহমান ল পিসি নিবেদিত ‘এনআরবি শুভ সকাল’ ছুটির দিনের একটি বিনোদনধর্মী ও তথ্যমূলক আয়োজন। অনুষ্ঠানটি রিজুয়ান রহমান ল পিসি -এর সৌজন্যে এনআরবি টিভির পর্দায় প্রতি শনিবার সকাল ১১টায় প্রচারিত হয়।
অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় থাকবেন এনআরবি টিভির নিয়মিত উপস্থাপিকা, জনপ্রিয় মুখ অজন্তা চৌধুরী।
রিজুয়ান রহমান ল পিসি নিবেদিত ‘এনআরবি শুভ সকাল’ : শিশুদের কোভিড ভ্যাকসিন নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা - the Bengali Times

রিজুয়ান রহমান ল পিসি নিবেদিত ‘এনআরবি শুভ সকাল’ : শিশুদের কোভিড ভ্যাকসিন নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা - the Bengali Times

- Advertisement -

Related Articles

Latest Articles