6 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

গভীর রাতে বাসে ডাকাতি-ধর্ষণের ঘটনায় জড়িতদের চিহ্নিত করেছে পুলিশ

গভীর রাতে বাসে ডাকাতি-ধর্ষণের ঘটনায় জড়িতদের চিহ্নিত করেছে পুলিশ - the Bengali Times

ঈগল পরিবহনের বাসে ডাকাতি-ধর্ষণের ঘটনায় জড়িতদের চিহ্নিত করেছে পুলিশ। এর মধ্যে চারজন টাঙ্গাইলের এবং বাকিরা বিভিন্ন জেলার হলেও থাকতেন গাজীপুর, চন্দ্রা ও সাভারে।

- Advertisement -

বৃহস্পতিবার ভোরে ডাকাতদলের অন্যতম সদস্য রাজা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের নাম-পরিচয় জানিয়েছেন। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ জানায়, রাজা মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তাকে জিজ্ঞাসাবাদে চক্রের সব ধরনের অপরাধ সম্পর্কে জানা যাবে।

জানা গেছে, টাঙ্গাইল-চন্দ্রা সড়কে বাস চালাতেন রাজা মিয়া। তিনি শহরের দেওলা এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। এর আগে তার নামে কোনো মামলা না থাকলেও জুয়া খেলার অভ্যাস ছিল।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ডাকাতি ও ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতার মাঠে রয়েছে একাধিক টিম।

সূত্রঃ ডেইলি বাংলাদেশ

- Advertisement -

Related Articles

Latest Articles