গাজীপুরে তাকওয়া পরিবহনের ভেতর ডাকাতি ও এক গৃহবধুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৫জনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় ওই বাসটি জব্দ করা হয়েছে। দলবদ্ধধর্ষণের শিকার হওয়া ভিকটিম গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার (৬ আগষ্ট) ভোর রাতে সিটি কর্পোরেশনের ভোগড়া বাইপাস এলাকা থেকে ভিকটিম গার্মেন্টস কর্মী তার স্বামীর সঙ্গে তাকওয়া পরিবহনের বাসে চড়ে শ্রীপুরের দিকে যাচ্ছিলেন।
বাসটি চান্দনা চৌরাস্তা পৌঁছালে অপর একটি তাকওয়া পরিবহনের আরো তিনজন পরিবহন শ্রমিক পরিবহন শ্রমিক ভিকটিমের বহনকারী তাকওয়া পরিবহনে ওঠেন। পথে রাজেন্দ্রপুরে অন্য যাত্রীরা নেমে গেলে বাসে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্য শুধু ওই ব্যক্তি ও তার স্বামী থাকে। এক পর্যায়ে ভিক্টিমের স্বামীকে বেধে রেখে পরিবহন শ্রমিকরা দলবেঁধে তাকে ধর্ষণ করে।
ঘটনার সময় ভিকটিমের ভ্যানিটি ব্যাগ, মোবাইল ফোন, টাকা পয়সা ইত্যাদি ছিনিয়ে নেয়। এ বিষয়ে ভিকটিমের স্বামী থানায় অভিযোগ করলে দ্রুত সময়ের মধ্যে জেলা পুলিশ বাসটি জব্দ করে।
ঘটনার সাথে জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।