8.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

হাতে হারিকেন নিয়ে সড়কে নামলেন রিজভী

 

হাতে হারিকেন নিয়ে সড়কে নামলেন রিজভী - the Bengali Times
হারিকেন মিছিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে হারিকেন মিছিল করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী। আজ শনিবার রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির উদ্যোগে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল বের হয়।

- Advertisement -

মিছিলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সভাপতি ও দলের নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীসহ থানার বিভিন্ন সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিল থেকে পুলিশের গুলিতে ভোলা ছাত্রদলের জেলা সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম হত্যার বিচারের দাবিতে নানা স্লোগান দেন।মিছিলটি কাকরাইল মোড় ঘুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘নিশিরাতের ভোট ডাকাতির সরকার দেশের মানুষকে লোডশেডিংয়ের মাধ্যমে অন্ধকারে রেখেছে। এখন জনগণের পকেট কাটতে জ্বালানি তেলের দাম রেকর্ড বৃদ্ধি করেছে।’ তিনি অবিলম্বে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘ভোলায় বিএনপির প্রতিবাদ সমাবেশে অবৈধ সরকারের পেটোয়া পুলিশ বাহিনী গুলি চালিয়ে দুইজনকে হত্যা ও অনেককে আহত করেছে। কিন্তু এই হত্যার প্রতিশোধ জনগণ নিবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের স্বার্থে এবং সরকারের দুঃশাসনের বিরুদ্ধে বিএনপির আন্দোলন চলবে।’

এদিকে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন মহানগর ও জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। ঢাকা ছাড়াও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, গাজীপুর, কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা, খাগড়াছড়ি, নওগাঁসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল হয়েছে বলে বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির থানা ও ওয়ার্ড শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

Related Articles

Latest Articles