9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

স্কুলছাত্রের সঙ্গে কলেজছাত্রীর প্রেম, বিয়েতে নারাজ হওয়ায় ধর্ষণ মামলা

স্কুলছাত্রের সঙ্গে কলেজছাত্রীর প্রেম, বিয়েতে নারাজ হওয়ায় ধর্ষণ মামলা - the Bengali Times

গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে দশম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে।

- Advertisement -

সোমবার (৮ আগস্ট) সকালে পূবাইল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৭ আগস্ট) সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।

অভিযুক্ত শিক্ষার্থী পূবাইল থানা এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র।

জানা গেছে, অভিযুক্ত স্কুলছাত্রের সঙ্গে একই এলাকার এক কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ২৯ মে বিকেলে বিয়ে করার কথা বলে ভুক্তভোগী ছাত্রীর বাসায় গিয়ে ফুসলিয়ে শারীরিক সম্পর্ক করে সে। পরবর্তীতে বিভিন্ন সময়ে তাকে ধর্ষণ করে ওই স্কুলছাত্র। একপর্যায়ে ভুক্তভোগী তার প্রেমিক স্কুলছাত্রকে বিয়ে করতে বললে রাজি হয়নি।

মামলার বাদী জানান, এই বিষয়টি স্কুলছাত্রের পরিবারকে জানানো হলে তারাও বিয়ে করাতে রাজি হয়নি। এ কারণে স্কুলছাত্রকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে পূবাইল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মামলা দায়ের করেছে। তবে মামলার পর স্কুলছাত্র গা ঢাকা দিয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এরই মধ্যে ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র : আরটিভি

- Advertisement -

Related Articles

Latest Articles