8.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

১০০-তে ১৫১ পেলেন পরীক্ষার্থী!

১০০-তে ১৫১ পেলেন পরীক্ষার্থী! - the Bengali Times

প্রতীকী ছবি

একেবারে অপ্রত্যাশিত ফলাফল! ১০০ নম্বরের পরীক্ষা দিয়ে ১৫১ নম্বর পেয়েছেন এক পরীক্ষার্থী! ভারতের বিহারের দ্বারভাঙা জেলায় একটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এমন কাণ্ডই ঘটেছে।

এই ফলাফল দেখে রীতিমতো চোখ ছানাবড়া হয়েছে ওই শিক্ষার্থীর। জানা গেয়েছে, ললিত নারায়ণ মিথিলা বিশ্ববিদ্যালয়ে বিএ (অনার্স) বিভাগের এক শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষায় এই ‘অভাবনীয়’ নম্বর পেয়েছেন।

- Advertisement -

ওই পরীক্ষার্থীর বলেন, রেজাল্ট দেখে একেবারে চমকে গিয়েছি। যদিও এটা অস্থায়ী মার্কশিট, তবু ফলপ্রকাশের আগে যাচাই করা উচিত ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ওই পরীক্ষার্থী যেমন ১০০ নম্বরের পরীক্ষায় ১৫১ পেয়েছেন, তেমনই অন্য একজন বি.কম পার্ট টু-র পরীক্ষায় অ্যাকাউন্টিং ও ফিনান্সে শূন্য পেয়েছেন। শুধু তাই নয়, তবু তার পরের গ্রেডে উত্তরণ ঘটেছে। তবে এ সবই ঘটেছে বিশ্ববিদ্যালয়ের ভুলে।

ওই শিক্ষার্থী আরও বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বীকার করেছেন যে, এটা টাইপে ভুল হয়েছে। নতুন মার্কশিট দেওয়া হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles