17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

যে কারণে সাকিবকে তিন লাখ টাকা দিতে চান ব্যারিস্টার সুমন?

যে কারণে সাকিবকে তিন লাখ টাকা দিতে চান ব্যারিস্টার সুমন? - the Bengali Times

দেশের বিভিন্ন ব্যক্তিবর্গের সমালোচনা করতে প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যায় আলোচিত ব্যারিস্টার সুমনকে। নিজের ফেসবুক পেজে আবারও আসলেন তিনি। এবার ফেসবুকে এক লাইভ ভিডিওতে এসে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে তিন লাখ টাকা দেয়ার কথা বলেছেন তিনি।

- Advertisement -

ঠিক কি কারণে সাকিবকে টাকা দিতে চাইছেন ব্যারিস্টার সুমন? এ নিয়ে প্রশ্ন আসতেই পারে। যেখানে দেশের ক্রিকেটারদের মধ্যে অন্যতম সেরা ধনী ব্যক্তিত্ব সাকিব, সেখানে তাকে টাকা দিতে চাওয়ার বিষয়টি দৃষ্টিকটুরই লাগে! তার ওপর আবার ফেসবুকের মতো জায়গায় লাইভে এসে!

সম্প্রতি বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি করায় খানিকটা ক্ষোভ প্রকাশ করেন সুমন। ব্যারিস্টার সুমন বলেন, ‘পারিবারিক খরচের জন্য আমার নিকট তিন লাখ টাকা আছে। সাকিবকে এই তিন লাখ টাকা দিলে হয়তো টাকা উপার্জনের জন্য তার যে ইচ্ছা, সেটা যদি কমে।’

সুমন আরও বলেন,‘সাকিব জুয়ার তথ্য গোপনের দায়ে এক বছর ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন। এবার একটি জুয়াড়ি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন। এজন্য বিসিবি তাকে ক্রিকেট কিংবা জুয়া যেকোনো একটি বেঁছে নিতে বলেছে। অতপর বাধ্য হয়ে চুক্তি বাতিল করেছেন তিনি।’

সূত্র: ঢাকাটাইমস

- Advertisement -

Related Articles

Latest Articles