7.8 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

সালমান রুশদিকে ছুরিকাঘাতের পর উদ্বিগ্ন তসলিমা নাসরিন

সালমান রুশদিকে ছুরিকাঘাতের পর উদ্বিগ্ন তসলিমা নাসরিন - the Bengali Times
তসলিমা নাসরিন

নিউ ইয়র্কে সালমান রুশদিকে ছুরিকাঘাতের পর উদ্বিগ্ন বাংলাদেশি নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। গতকাল শুক্রবার এক টুইট বার্তায় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমি কখনো ভাবিনি এমন কিছু ঘটবে। ’

তসলিমা নাসরিন টুইট করে বলেছেন ,“নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে সালমান রুশদিকে ছুরিকাঘাত করা হয়েছে তা জানার পরে আমি উদ্বিগ্ন। আমি কখনো ভাবিনি এমন কিছু ঘটবে।

- Advertisement -

তিনি পশ্চিমে বসবাস করে আসছিলেন এবং ১৯৮৯ সাল থেকে নিরাপদ ছিলেন। যদি তার সঙ্গে এমন ঘটতে পারে- তবে ইসলামের সমালোচনাকারী যে কেউয়ের ওপর আক্রমণ হতে পারে। ’’

তিনি টুইটের মন্তব্যের ঘরে ‘ব্যঙ্গ’ করে লেখেন, ‘সত্যিকারের মুসলিমরা তাদের পবিত্র স্ক্রিপ্ট মেনে চলে এবং ইসলামের সমালোচনাকারীদের আক্রমণ করে। লেবাসধারী মুসলমানরা মানবতায় বিশ্বাস করে এবং তারা সহিংসতার বিরুদ্ধে। আমরা চাই নকল মুসলমানরা বেড়ে উঠুক’।

- Advertisement -

Related Articles

Latest Articles