9.5 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

নাটকের সেটে যৌন হয়রানির অভিযোগ বাংলাদেশি মডেল-অভিনেত্রীর

নাটকের সেটে যৌন হয়রানির অভিযোগ বাংলাদেশি মডেল-অভিনেত্রীর - the Bengali Times
মারিয়া মিম

মডেল-অভিনেত্রী মারিয়া মিম শুটিং সেটে যৌন হয়রানির শিকার হয়েছিলেন। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানান তিনি।

মিম লিখেছেন, অনেকেই বলে তুমি কেন নাটকে নিয়মিত না, নিয়মিত কাজ করো… ভালো করবে। এখন আমি কিছু কথা বলি, আমি নাটকে নিয়মিত কাজ করা শুরু করেছিলাম এবং ভালোই করছিলাম। সব ঠিকঠাকই ছিল, আরও অনেক কাজ করতে পারতাম। কিন্তু আমার মনটা ভেঙে যায়। একটি নাটকের শুটিংয়ে আমাকে যৌন হয়রানির শিকার হতে হয়েছে।

- Advertisement -

আমার সহশিল্পীর ডাকে সাড়া দিয়েছিলাম না; যার কারণে শুটিংয়ের সময়ে আমাকে সাপোর্ট করছিল না। শুটিং শেষে বাসায় চলে আসব কিন্তু আসতে দেবে না। সারাদিন শুটিং করে এসব সেক্সুয়াল হ্যারাসমেন্টে খুবই কষ্ট পেয়েছিলাম।

তিনি আরও লিখেছেন, আমার ভাইকে আগেই কল দিয়ে জানিয়েছিলাম, তাড়াতাড়ি আসো এবং একের পর এক কল দিতে থাক। সেদিন এভাবেই বেঁচে গিয়েছিলাম। সেদিনের ঘটনার পর ২-৩ মাস বিষণ্নতায় ভুগেছি; কোনো ধরনের শুটিং করিনি।

এই ঘটনা কোন অভিনেতা করেছেন বা পরিচালকের নাম কী কিছুই জানাননি মিম।

বলে রাখা ভালো, ২০১২ সালের ২৪ মে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম ও অভিনেতা সিদ্দিকুর রহমান বিয়ে করেন। ২০১৩ সালের ২৫ জুন তাদের সংসার আলো করে আসে পুত্রসন্তান আরশ হোসেন। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles