9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

গাড়িতে চুমু খেতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়েন নাগা

গাড়িতে চুমু খেতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়েন নাগা - the Bengali Times

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা নাগা চৈতন্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে চুমু খাওয়া নিয়ে একটি ঘটনার স্মৃতিচারণ করেন তিনি।

- Advertisement -

নাগা জানান, একবার গাড়িতে একটি মেয়েকে চুমু খেতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়েছিলেন তিনি। এই অভিনেতার ভাষায়, ‘আমি হায়দরাবাদে গাড়ির পেছনের সিটে বসে চুমু খাচ্ছিলাম।’ এরপর সাক্ষাৎকারে সঞ্চালক জানতে চান, ভয়ের কিছু ঘটেছিল কিনা? উত্তরে নাগা বলেন, ‘ঠিকঠাকই ছিল। বলার মতোই ঘটনা এটি। সবকিছু স্বাভাবিকই ছিল। কী করছিলাম সেটা সম্পর্কে আমি অবগত ছিলাম। তবে ধরা পড়ে গিয়েছিলাম।’

ব্যক্তিগত জীবনে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাগা। তবে গত অক্টোবরে ডিভোর্সের আবেদন করেছেন তারা। এরপর অভিনেত্রী শোবিতা ধুলিপালার সঙ্গে নাগার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে এই অভিনেতা বলেন, ‘এর উত্তরে আমি শুধু হাসতেই পারি।’

আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন নাগা চৈতন্য। গত ১১ আগস্ট সিনেমাটি মুক্তির পেয়েছে। একই দিনে ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পায় এই অভিনেতার ‘থ্যাংক ইউ’। সিনেমাটি গত ২২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এছাড়া ভেঙ্কাট প্রভুর নাম ঠিক না হওয়া একটি সিনেমায় নাগাকে দেখা যাবে।

- Advertisement -

Related Articles

Latest Articles