0.5 C
Toronto
শুক্রবার, মার্চ ২১, ২০২৫

টরন্টোতে গতি পাচ্ছে না ক্যানাবিস ট্যুরিজম

টরন্টোতে গতি পাচ্ছে না ক্যানাবিস ট্যুরিজম - the Bengali Times
ক্যানাবিস কাউন্সিল অব কানাডার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জর্জ স্মিদারম্যান

নগরীর প্রতি কোণায় পট শপ ও দারুণ সব প্রদর্শনী কেন্দ্র খোলার পরও টরন্টোতে ক্যানাবিস ট্যুরিজম শক্তিশালী হচ্ছে না। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কোভিড-১৯ মহামারি শুরুর সময় টরন্টোতে ক্যানাবিস বেচাকেনার বৈধ দোকান ছিল মাত্র ১২টি। এখন তা প্রায় ৫০০ এর কাছাকাছি।

ডেস্টিনেশন টরন্টো দ্য সানকে জানায়, টরন্টোতে ক্যানাবিস ট্যুরিজম কয়েকজন মাত্র তাদের কাছে জানতে চেয়েছে।
ক্যানাবিস কার্নিবাল সম্প্রতি চালু হয়েছে এবং গ্রীষ্মের বাকি সময়জুড়ে প্রদর্শনী কেন্দ্রে তা চলবে। ক্যানাবিস সেবনের জন্য গ্র্যান্ড বিজারি সুপার ক্লাবে ৬ লাখ বর্গফুট জায়গার ব্যবস্থা করা হয়েছে।

- Advertisement -

ক্যানাবিস কাউন্সিল অব কানাডার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জর্জ স্মিদারম্যান সম্প্রতি সাংবাদিকদের বলেন, ক্যানাবিস কার্নিভালের স্পেস ক্যানাবিস সংস্কৃতিকে স্বাভাবিক করতে সহায়তা করবে। এটা সম্ভব। তবে তা এখনই হচ্ছে না।

- Advertisement -

Related Articles

Latest Articles