7.8 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

৫২ বছরে আবারও প্রেমে পড়লেন বলি নায়িকা!

৫২ বছরে আবারও প্রেমে পড়লেন বলি নায়িকা! - the Bengali Times
শান্তিপ্রিয়া রোশনাই

আসল নাম শান্তাম্ম হলেও দর্শক পরিচিতি পান শান্তিপ্রিয়া রোশনাই নামে। মূলত তিনি ছিলেন তামিল ও তেলুগু ছবির নায়িকা। তবে দক্ষ অভিনয়শৈলীর কারণে ধীরে ধীরে পা রাখেন বলিউড অঙ্গনে।
ছবি: সংগৃহীত

১৯৯১ সালে সৌগন্ধ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখেন এই নায়িকা। অভিনয় করেছেন খিলাড়িখ্যাত অভিনয়শিল্পী অক্ষয়ের সঙ্গেও।

- Advertisement -

তবে বলিউডের আগে ১৯৮৭ সালে তামিল ছবি ‘এঙ্গা উরু পাতুক্রান’-এ শান্তিপ্রিয়া প্রথম বড় পর্দায় অভিনয় শুরু করেন। সৌগন্ধ চলচ্চিত্রে অভিনয়ের ঠিক পরের বছরই সুপারস্টার মিঠুনের সঙ্গে অভিনয়ের সুযোগ হয় ‘মেরা সজনা সাথ নিভানা’ ছবিতে অভিনয় করার।

১৯৯৪ সাল পর্যন্ত একের পর এক ছবি দর্শককে উপহার দিয়েছেন তিনি। ‘ইক্কে পে ইক্কা’ ছবিতে অভিনয় করার পর থেকে তাকে আর বড় পর্দায় দেখা যায়নি।

মারাঠি অভিনেতা সিদ্ধার্থ রায়কে বিয়ের পর সংসার নিয়েই বেশি ব্যস্ত হয়ে পড়েন এই অভিনেত্রী। কিন্তু হঠাৎ করেই ২০০৪ সালে সিদ্ধার্থর মৃত্যু হলে টেলিভিশনের ধারাবাহিকে অভিনয় করে সাড়া ফেলেন এই নায়িকা।

তবে মজার বিষয় হলো, এবার তিনি আলোচনায় এসেছেন একটু ভিন্ন কারণে। ৫২ বছর বয়সে তিনি আবার সম্পর্কে জড়িয়েছেন–এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে বলিপাড়ার হাওয়ায়।

সম্প্রতি কোরিওগ্রাফার সন্দীপ সোপারকরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। তাদের সম্পর্ক নিয়ে বাইরেও সরব হচ্ছেন এই জুটি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

- Advertisement -

Related Articles

Latest Articles