
অর্থ আত্মসাৎ, গান বিকৃতি, অপহরণ, নারী কেলেঙ্কারিসহ নানা ইস্যুতে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে সমালোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। এসব অভিযোগে একাধিকবার হয়েছেন আইনের মুখোমুখিও। তবুও দমে যাননি তিনি। চলছেন নিজ গতিতেই।
সম্প্রতি হিরো আলমকে নিয়ে বিশ্বের বহু গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। এসব আলোচনার মধ্যেই তার সাবেক দ্বিতীয় স্ত্রী মডেল-অভিনেত্রী নুসরাত জাহান জিমু জানিয়েছেন, গোপন ছবি দিয়ে হিরো আলম তাকে ব্ল্যাকমেইল করছেন।
এবার হিরো আলমের নারী কেলেঙ্কারির ঘটনা ফাঁস করলেন সিনেমার জুনিয়র মিশা’খ্যাত নয়ন। তার বক্তব্য তুলে ধরা হলো- ভিডিওতে।