
ওপার বাংলার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে ঢালিউড কুইন অপু বিশ্বাসের। কলকাতার নির্মাতা সুবীর মণ্ডল পরিচালিত ‘আজকের শর্টকাট’ সিনেমার মাধ্যমে ওপার বাংলার টালিউডে অভিষেক হতে যাচ্ছে তার। সিনেমাটি মুক্তি উপলক্ষে ওপার বাংলার একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অপু। সেখানেই জানান রোমান্সের কথা।
ভারতীয় সংবাদমাধ্যম অপুকে প্রশ্ন করেন কলকাতার সিনেমায় কাজে এত দেরিতে কেন? এমন প্রশ্নের উত্তরে ঢাকাই সিনেমার এ নায়িকা বলেন, ‘আমি এই কয়েক দিনে খুব মোটা হয়ে গিয়েছিলাম। বিশেষত ছেলে হওয়ার পর। আর তার আগে বাংলাদেশেই অনেক সিনেমার কাজ ছিল, তাই তেমনভাবে অন্যদিকে মন দিয়ে উঠতে পারিনি।’
শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে অপু বিশ্বাস বলেন, ‘পরমদা, গৌরবদার সঙ্গে কাজ করে আমি ভীষণ খুশি। আমি তো বাণিজ্যিক সিনেমার নায়িকা। তাই অভিনয়ের মাত্রা একটু চড়া। কিন্তু এ ধরনের সিনেমায় কেমন অভিনয় করতে হয়, তা গৌরবদা আমাকে শিখিয়েছেন।’
সিনেমার প্রসঙ্গ বাদ দিয়ে অপুর কাছে জানতে চাওয়া হয় কলকাতার কোন নায়কের সঙ্গে রোমান্স করতে চান? তবে রোম্যান্স প্রসঙ্গে নায়িকা মজার ছলে বলেন, ‘শাকিবও তো এখন কলকাতার হিরো।’
তিনি আরও জানান, আপাতত যেন কলকাতার দর্শকের সঙ্গেই তার প্রেমটা জমে।
জানা গেছে, সিনেমাটির প্রচারের জন্য আগামী বুধবার কলকাতায় যাবেন অপু বিশ্বাস।