14.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

পরীমণির অপেক্ষা বাড়ল

পরীমণির অপেক্ষা বাড়ল - the Bengali Times

ক’দিন আগেই মা হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। একমাত্র ছেলে রাজ্যকে নিয়েই তাই এখন তার সমস্ত ধ্যানজ্ঞান। মাতৃত্বের স্বর্গীয় মুহূর্তগুলো অনুভব করছেন তিনি। এ কারণে অনেকদিন ধরে সিনেমার কাজ করতে পারছেন না নায়িকা।

- Advertisement -

তবে অন্তঃসত্ত্বা হওয়ার আগে একাধিক সিনেমার কাজ সেরে রেখেছেন পরীমণি। এর মধ্যে একটি হলো ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। ড. জাফর ইকবালের কিশোর উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এটি। সরকারি অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল।

গত সপ্তাহে চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। তখন নির্মাতা জানান, এ বছরই বড় পর্দায় সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এখন সেই পরিকল্পনা বদলেছেন। কারণ সামনে দুটি পাবলিক পরীক্ষা। আগামী ১৫ সেপ্টেম্বর এসএসসি ও ২২ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে।

পরীমণির অপেক্ষা বাড়ল - the Bengali Times

বিষয়টি বিবেচনা করেই সিনেমার মুক্তি পিছিয়ে দিয়েছেন নির্মাতা। জানালেন, যেহেতু সিনেমার গল্পটা শিশু-কিশোরদের নিয়ে। তারাই এই সিনেমার আসল দর্শক। সেজন্য পরীক্ষার সময়ে সিনেমা মুক্তি দিতে চাচ্ছেন না। সব ঠিক থাকলে আগামী বছরের ২০ জানুয়ারি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তি পাবে। তাই বড় পর্দায় ফিরতে পরীমণিকে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে।

এই সিনেমায় পরীমণির বিপরীতে আছেন সিয়াম আহমেদ। এছাড়াও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ জন শিশুশিল্পী।

সূত্র : ঢাকাপোস্ট

- Advertisement -

Related Articles

Latest Articles