5.2 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

কাতার বিশ্বকাপের ২৪ লাখ ৫০ হাজার টিকিট বিক্রি

কাতার বিশ্বকাপের ২৪ লাখ ৫০ হাজার টিকিট বিক্রি - the Bengali Times
ছবি সংগৃহীত

কাতার বিশ্বকাপের সময় ঘনিয়ে আসছে। আগ্রহী ফুটবলপ্রেমীরা এরই মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে মাঠে বসে খেলা দেখার জন্য, যা ফিফার টিকিট বিক্রির তথ্যে বিষয়টি ফুটে উঠছে খুব ভালোভাবেই।

ফিফা বৃহস্পতিবার (১৮ আগস্ট) জানায়, কাতারে হতে যাওয়া আসরের জন্য আয়োজকরা এখন পর্যন্ত ২৪ লাখ ৫০ হাজার টিকিট বিক্রি করেছে তারা। এর মধ্যে ৫ থেকে ১৬ জুলাই পর্যন্ত সর্বশেষ ধাপে বিক্রি হয়েছে ৫ লাখেরও বেশি টিকিট।

- Advertisement -

ফিফা জানিয়েছে, গ্রুপ পর্বের জন্য সবচেয়ে বেশি টিকিট বরাদ্দ করা হয়েছে ব্রাজিল বনাম ক্যামেরুন, ব্রাজিল বনাম সার্বিয়া, পর্তুগাল বনাম উরুগুয়ে, কোস্টারিকা বনাম জার্মানি এবং অস্ট্রেলিয়া বনাম ডেনমার্ক ম্যাচে।

ডিজিটাল পদ্ধতির টিকিট বিক্রিতে সবচেয়ে বেশি সাড়া মিলেছে কাতার, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড, আর্জেন্টিনা, ব্রাজিল, ওয়েলস এবং অস্ট্রেলিয়া থেকে।

ফিফা আরও জানিয়েছে, টিকিট বিক্রির পরবর্তী ধাপের সময় সেপ্টেম্বরের শেষ দিকে জানানো হবে। শেষ ধাপের বিক্রি চালু হওয়ার পর দোহাতে কাউন্টারেও সরাসরি মিলবে টিকিট।

স্বাগতিক কাতার এবং ইকুয়েডরের মধ্যকার ম্যাচ দিয়ে আগামী ২০ নভেম্বর শুরু হবে বিশ্বকাপ। তীব্র গরমের কথা মাথায় রেখে নভেম্বর-ডিসেম্বরে নেওয়া হয়েছে এবারের টুর্নামেন্ট। যেখানে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে কোনো মুসলিম দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ।

- Advertisement -

Related Articles

Latest Articles