ফেসবুক সার্ভার যখন ডাউন তখন হিড়িক পড়ে যায় টুইটারে। ফেসবুক বিভ্রাটের সময়টাতে টুইটারে হাস্যরসে মেতে ওঠে খোদ টুইটার, ইন্সটাগ্রাম, স্টারবাকসের মতো প্রতিষ্ঠানগুলো।
সোমবার (৪ অক্টোবর) ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সার্ভার ডাউনের কারণে সাইটগুলোতে যখন ঢুকতে পারছিলেন না, তখন আরেক সামাজিক মাধ্যম টুইটারে ঢুঁ মারতে শুরু করেন অনেকে। রেকর্ড সংখ্যক টুইটার ব্যবহারকারী ভিড় করেন এই সময়। ফেসবুক বিভ্রাটে টুইটারও বেশ মজা লুফে নেয়।
টুইটারের একাউন্ট থেকে হ্যালো এভরিওয়ান লিখে টুইট করার পরপরই ব্যবহারকারীরা হাস্যরসে মেতে ওঠেন। যেখানে ফেসবুকের সহপ্রতিষ্ঠান ইনস্টাগ্রামের পাশাপাশি গুগল, স্টারবাকসের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলোও যোগ দেয়।
টুইটারের একাউন্ট থেকে হ্যালোর প্রতিউত্তর দেয় ইন্সটাগ্রাম। যেখানে বলা হয় হাই অ্যান্ড হ্যাপি মানডে সঙ্গে একটি ইমোজি। অর্থাৎ ইনস্টাগ্রাম বুঝিয়ে দেয় আজ টুইটারেরই দিন। রেকর্ড সংখ্যক টুইটার ব্যবহারকারীর ভিড় মনে করিয়ে দিতে ভোলেনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ।
টুইটারের সেই টুইটে অবসর সময়ে কফি খাওয়ার দাওয়াত দেয় স্টারবাকস, অন্যদিকে বিভ্রাটের সময়ে কে কোনো গেমস নামিয়ে খেলছে তা জানতে চায় গুগলের প্লে স্টোর।
তবে টুইটারেও যে দুঃসময় আসতে পারে সে কথা মনে করিয়ে দেয় ডায়াবলো।