
কফি উইথ করণ সিজন ৭ এ ভিকি কৌশল ও সিদ্ধার্থ মালহোত্রা ছবি ডিজনি প্লাস হটস্টার এর সৌজন্যে
কিয়ারা আদভানির সঙ্গে প্রেম নিয়ে এমনিতেই আলোচনার কেন্দ্রে সিদ্ধার্থ মালহোত্রা। যদিও নিজেদের প্রেম নিয়ে এখনো মুখ খোলেননি নায়ক-নায়িকা কেউ-ই। কিন্তু একটা জায়গায় গেলে কোনো অভিনেতাই নিজের গোপন তথ্য লুকিয়ে রাখতে পারেন না।
সেই জায়গা কোনটা? হ্যাঁ, ঠিকই ধরেছেন- করণ জোহরের শো। তা সে প্রেম হোক কিংবা তাদের যৌনজীবন।
করণের শোয়ের নতুন পর্বে অতিথি হিসাবে এসেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং ভিকি কৌশল। সেখানেই উঠে আসে নানা কথা। সিদ্ধার্থকে তার যৌনজীবন নিয়ে প্রশ্ন করেন করণ। তাতেই নায়কের স্পষ্ট জবাব, ‘প্রেম থাকা জরুরি, প্রেম ছাড়া যৌনতা ভালো লাগে না।’
সিদ্ধার্থের উত্তরে খুশি তার অনুরাগীরা। সম্প্রতি ‘শেরশাহ’র পূর্তি উদযাপন করেছেন কিয়ারা, সিদ্ধার্থ। এ ছাড়াও রোহিত শেট্টির পরের ছবিতে শিল্পা শেট্টির সঙ্গে স্ক্রিন ভাগ করতে দেখা যাবে নায়ককে।