2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইরানি নির্মাতার অভিযোগ নিয়ে যা বললেন অনন্ত জলিল

ইরানি নির্মাতার অভিযোগ নিয়ে যা বললেন অনন্ত জলিল - the Bengali Times

এবার নায়ক ও প্রযোজক অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন ‘দিন: দ্য ডে’র ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বুধবার ইনস্টাগ্রামে এক দীর্ঘ পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। সেই পোস্ট দেখে ক্ষোভ প্রকাশ করেছেন অনন্ত জলিল।

- Advertisement -

বৃহস্পতিবার এমন প্রেক্ষাপটে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অনন্ত জলিল।

ঢালিউড অভিনেতা বলেন, ‘দিন দ্য ডে’ ছবির শুটিং শেষ করেছি তিন চার বছর আগে। সব ফুটেজ কিন্তু নির্মাতার কাছেই ছিল। এর পর আমি কোনো কিছু গোপন করিনি। মিডিয়াকে বলেই ছবি মুক্তি দিয়েছি। গত বছরও নির্মাতা আমার দাওয়াতে এলেন। অভিযোগ থাকলে তো সিনেমার ফুটেজই দিতেন না। আজ তিনি আমার বিরুদ্ধে কি অভিযোগ এনেছেন তা জানি না।

তিনি বলেন, মুর্তজা অতাশ কোথায় কখন কি অভিযোগ করেছেন জানিনা। ইনস্টগ্রামে তিনি যে অভিযোগ লিখেছেন, সেটার সতত্যা কতটুকু? এর পর নিজেই ব্যাখ্যা দেন তিনি। অনন্ত বলেন, বাংলাদেশে ওদের দেশ থেকে ১৭ জন শিল্পী এসেছিলেন। তাদের ফাইভ স্টার হোটেলে রেখেছি, রাজকীয় মর্যাদা দিয়েছি। শুটিংয়ে কোনো হস্তক্ষেপ করিনি।

মুর্তজার অভিযোগ, চার বছর ধরে নিজের অংশের টাকা ফেরত দিতে অনন্ত জলিলকে অনেক অনুরোধ করেছেন, কিন্তু টাকা ফেরত পাননি। তাই আন্তর্জাতিক আইনজীবীর মাধ্যমে মামলার পথে হাঁটছেন।

বিষয়টির নিয়ে অনন্ত বলেন, মুর্তজার সঙ্গে চুক্তিই হচ্ছে, ছবিটি বাংলাদেশে শুটিংয়ের টাকা আমি দেব, সেই টাকা দিয়েছি। চার বছর ধরে এ কথাই বলছি যে, বাংলাদেশে শুটিংয়ের খরচ আমি বহন করব, বাইরের শুটিংয়ের খরচ তারা দেবেন। বাংলাদেশে শুটিংয়ের টাকা তো মুর্তজা দেননি, আমিই দিয়েছি।

অনন্ত আরও বলেন, আমার কাছে চুক্তির সমস্ত কাগজ রয়েছে। চুক্তিতে বলা হয়েছে, তার দেশে যেসব শুটিং হবে সেই ব্যয় তিনি বহন করবেন। আমি ইরান ও তুরস্কে শুটিং করেছি। সেখানে আমার যেসব ফাইট ডিরেক্টর প্রয়োজন ছিল তাদের ব্যবহার করেছি। যেমন, আরমানকে তুরস্কে নিয়েছি। যখন তাদের ফাইট ডিরেক্টর প্রয়োজন হয়েছে, তখন তাদের ব্যবহার করা হয়েছে।

এরআগে, বুধবার ইনস্টাগ্রামে এক দীর্ঘ পোস্টে মুর্তজা অতাশ নায়ক-প্রযোজক অনন্ত জলিলের বিরুদ্ধে অভিযোগ তোলেন। মুর্তজা তার পোস্টে লিখেন, ”দিন: দ্য ডে’ সিনেমা নিয়ে শুরুতে যে চুক্তি ছিল, তার কিছুই রক্ষা করেননি অনন্ত জলিল। এই সিনেমায় আমার অর্ধেক প্রোডাকশন জলিল নষ্ট করে নিজের মতো করে সিনেমা বানিয়েছেন।’ নিজেকে এ সিনেমার প্রধান প্রযোজক বলে দাবি করেন মুর্তজা।

প্রসঙ্গত, ‘দিন দ্য ডে’ নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়। ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’-এর ব্যানারে নির্মাণ হয়েছে সিনেমাটি। অনন্ত জলিল, বর্ষা ছাড়াও এতে অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।

- Advertisement -

Related Articles

Latest Articles