
কখনও বস্তা দিয়ে তৈরি পোশাক। আবার কখনও প্লাস্টিকের। বারবার স্রেফ পোশাকের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন উরফি জাভেদ। উরফি জাভেদ আর তার বিচিত্র সব পোশাক নিয়ে চর্চা যেন থামতেই চায় না। কখনও সেফটি পিন দিয়ে তৈরি পোশাক, কখনও ফুলেল বিকিনি, মাঝেমধ্যেই সাহসী অবতারে ধরা দেন তিনি। এই সব পোশাকের জন্য অনেকের কটু মন্তব্যের শিকারও হতে হয় তাকে।
ইনস্টাগ্রামে সম্প্রতি তাকে পাথর ছোড়া উচিত বলে আক্রমণ করেন একজন। জবাবে পাথর দিয়ে তৈরি বিকিনি পরতে দেখা গেল উরফিকে।
ভিডিওতে তাকে প্রথমে দেখা যাচ্ছে একটি গোলাপি জামায়। এরপর দেখা যায় কিছু ছোট ছোট পাথর ছুটে আসছে তার দিকে। তার পরই চমক। এক লহমায় উরফি পরে ফেলছেন নীল, হলুদ, সবুজের মতো নানা রঙের পাথরের তৈরি একটি বিকিনি। সঙ্গে মানানসই কানের দুল।
পোস্টে উরফি লিখেছেন, তার পোস্টে করা মন্তব্যই পোশাকটির অনুপ্রেরণা। তাই তাকে দোষ না দিয়ে সকলের ওই মন্তব্যটির দিকে নজর দেওয়া উচিত। প্রকাশের সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। ইতিমধ্যেই দেড় লাখ মানুষ পছন্দ করেছেন ভিডিওটি।