2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

মেক্সিকান বধূর কাছে যেতে ভিসার অপেক্ষায় রুমান

মেক্সিকান বধূর কাছে যেতে ভিসার অপেক্ষায় রুমান - the Bengali Times

প্রেমের টানে সুদূর মেক্সিকো থেকে জামালপুরে এসে ঘর বেঁধেছিলেন গ্লাডিস নাইলি টরিবিও মরালেস। তবে বিয়ের এক মাসের মধ্যেই দেশে ফিরে যেতে হয় তাকে। এবার সেই প্রিয়তমা স্ত্রীর কাছে যেতে ভিসার অপেক্ষায় স্বামী রবিউল হাসান রুমান। ভিসা হাতে পেলেই উড়াল দেবেন মেক্সিকোর উদ্দেশে।

- Advertisement -

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রেমের পর গত বছরের ২১ নভেম্বর ঢাকা আসেন মেক্সিকান তরুণী গ্লাডিস নাইলি টরিবিও মরালেস। এরপর তাকে স্বাগত জানান রুমান ও তার পরিবার।

বিমানবন্দর থেকেই ছোটেন ঢাকা জজ আদালতে। গ্রহণ করেন ইসলাম ধর্ম। সেখানেই বিয়ে হয় তাদের। গ্লাডিস নাইলি টরিবিও মরালেসের নাম রাখা হয় লাইলী আক্তার। মধ্যরাতে সরিষাবাড়ির পোগলদিঘা গ্রামে পৌঁছান নবদম্পতি। সেখানে এক মাস অবস্থানের পর নিজ দেশে ফিরে যায় লাইলী আক্তার। সে সময় রুমানকে শিগগিরই মেক্সিকোতে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন লাইলী আক্তার।

রবিউল হাসান রুমান গণমাধ্যমকে বলেন, লাইলী চলে যাওয়ার পর আমি মেক্সিকো যাওয়ার জন্য গত মে মাসে ভারতের দিল্লীতে গিয়েছিলাম। সেখানে ১২ দিন ছিলাম। কাগজপত্র সব জমা দিয়েছি। সেখান থেকে ভিসার জন্য ডাকলেই ভিসা নিতে যাব।

রবিউল হাসান রুমানের বাবা নজরুল ইসলাম বলেন, মেয়েটা খুবই ভালো। তার সঙ্গে ছেলের প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে। আমরাও মাঝেমধ্যে কথা বলি।

জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পোগলদিঘা গ্রামের নজরুল ইসলামের ছেলে রবিউল হাসান রুমান। ময়মনসিংহের রুমডো ইন্সটিটিউট অব মডার্ন টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা শেষ করে ফ্রিল্যান্সিং করছেন তিনি। মেক্সিকোর একটি বিশ্ববিদ্যালয় থেকে ২০১৬ সালে স্নাতক শেষ করেন লাইলী আক্তার। তার বাবা একজন ব্যবসায়ী।

সূত্র : আরটিভি

- Advertisement -

Related Articles

Latest Articles