17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

এবার তরুণীসহ ধরা খেলেন সেই যুবলীগ নেতা

এবার তরুণীসহ ধরা খেলেন সেই যুবলীগ নেতা - the Bengali Times
কথা বলছেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা ছবি সংগৃহীত

জুয়ার আসর থেকে গ্রেপ্তার হয়ে কারাভোগের পর এবার তরুণীর সঙ্গে ধরা খেলেন পাবনার আটঘরিয়া উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফ্ফার। গতকাল বুধবার বিকেলে উপজেলার চাঁদভা ইউনিয়নের বুয়ালপাড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।

প্রকল্পের বাসিন্দারা জানান, মায়ের সঙ্গে ওই তরুণী আশ্রয়ণ প্রকল্পে থাকেন। তার সঙ্গে আজিজুল গাফ্ফারের সম্পর্ক গড়ে ওঠে। প্রায়ই তিনি ওই তরুণীর কাছে আসতেন। বুধবার বিকেলে তরুণীর ঘরে ঢোকেন গাফ্ফার। এ সময় তার মা বাইরে ছিলেন। বিষয়টি টের পেয়ে ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

- Advertisement -

পরে আজিজুল নেতাকর্মীদের ফোন দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যান, বলেন প্রকল্পের বাসিন্দারা।

অভিযোগ অস্বীকার করে আজিজুল গাফ্ফার বলেন, ‘ভুল বোঝাবুঝির কারণে স্থানীয়রা ঘরে তালা দিয়েছিল। বিষয়টি তেমন কিছু নয়। কিন্তু আমার রাজনৈতিক প্রতিপক্ষ বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।’

পাবনা জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শিবলী সাদিক বলেন, ‘বিষয়টি আমি জানি না। এখন পর্যন্ত আমাদের কেউ বিষয়টি জানায়নি। আমি এ বিষয়ে খোঁজখবর নিয়ে আপনাকে জানাব।’

আটঘরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘এখন পর্যন্ত কেউ আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। যদি করে তবে অবশ্যই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রসঙ্গত, গত ২৮ জুলাই ভোর রাতে পাবনার আটঘরিয়ার দেবোত্তর বাজারে জুয়ার আসর থেকে উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফ্ফারসহ ১৫ জনকে আটক করেছিল পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়। সম্প্রতি তিনি জামিনে মুক্ত হয়েছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles