
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এবার টলিউডে পা রেখেছেন। ওপার বাংলার ‘শর্টকাট’ ছবিতে অভিনয় করেছেন তিনি। বর্তমানে কলকাতায় ছবিটির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন অপু। কলকাতায় গিয়ে সেখানকার জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজারের মুখোমুখি হন তিনি।আনন্দবাজারকে অপু জানান, শাকিব খানকে বিয়ে করা তার জন্য ভুল ছিল।
আনন্দবাজারের প্রতিবেদক অপু বিশ্বাসের কাছে জানতে চান, ‘অপু বিশ্বাসের জীবনের এই যাত্রাপথে কোন ঘটনা না ঘটলে আপনি খুশি হতেন?’ এর জবাব তিনি বলেন, ‘অবশ্যই বলব, শাকিব খানের সঙ্গে বিয়েটা। এত দ্রুত বিয়ে, দ্রুত বাচ্চা- সবটাই তাড়াতাড়ি করে ফেলেছি। এটা যদি সময় নিয়ে করতাম, বুঝে করতাম তা হলে ভালো হতো।’
ব্যক্তিগত জীবনে অপু কোন কোন ঘটনায় খুশি?- এমনটি জানতে চাইলে তিনি বলেন, ‘মা হয়েছি। ভুল করে হলেও…।’ বিয়ে-সন্তান নিয়ে আক্ষেপ করেন কিনা- এমন অপর প্রশ্নের জবাবে অপু বলেন, ‘আপনি প্রশ্ন করলেন, তাই উত্তর দিলাম। তবে এটা সত্যি বিয়ে না হলে তো মা হওয়াও হতো না।’
‘শর্টকাট’ সিনেমার গল্প লিখেছেন কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী। এটি পরিচালনা করছেন সুবীর মণ্ডল। গত মঙ্গলবার সিনেমাটির টিজার প্রকাশিত হয়েছে। এতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, অপু বিশ্বাস, গৌরব চক্রবর্তী, বিশ্বনাথ বসু, সুমন্ত মুখোপাধ্যায়, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, রাজশ্রী ভৌমিক প্রমুখ।