14.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ধর্ষণ মামলায় কারাগারে ছাত্রদল নেতা

ধর্ষণ মামলায় কারাগারে ছাত্রদল নেতা - the Bengali Times

ময়মনসিংহের ধোবাউড়ায় ধর্ষণ মামলায় মাসুদ রানা জনি নামে এক ইউনিয়ন ছাত্রদলের সভাপতিতে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকালে জেলা চিফ জুডিশিয়াল আদালতে তোলা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেওয়ান মনিরুজ্জামান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

- Advertisement -

মাসুদ রানা জনি উপজেলার গামারীতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। তিনি পূর্ব গামারীতলা গ্রামের মতিউর রহমানের ছেলে এবং কলসিন্দুর বাজারে মোবাইল সার্ভিসিং কাজ করেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, মাসুদ রানা জনি কলসিন্দুর বাজারে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করেন। ২৩ আগস্ট দুপুরে এক নারী তার দোকানে মোবাইল সার্ভিসিং করাতে যান। এ সময় বিদ্যুৎ চলে গেলে ওই নারীকে দোকানের পিছনে রুমে নিয়ে জনি ধর্ষণ করেন। ওই দিন রাতেই অভিযান চালিয়ে মাসুদ রানা জনিকে গ্রেফতার করে পুলিশ। পরে বৃহস্পতিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ ব্যাপারে ধোবাউড়া থানার পরিদর্শক (তদন্ত) জালাল মিয়া বলেন, অভিযোগ পেয়েই আমরা আসামিকে ধরতে সক্ষম হয়েছি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য কার্যক্রম চলছে।

সূত্র : যুগান্তর

- Advertisement -

Related Articles

Latest Articles