5.2 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

রাশিয়া ও ভারতের আর মার্কিন ডলারের প্রয়োজন নেই: ব্রিকস প্রেসিডেন্ট

রাশিয়া ও ভারতের আর মার্কিন ডলারের প্রয়োজন নেই: ব্রিকস প্রেসিডেন্ট - the Bengali Times

রাশিয়া ও ভারতের বাণিজ্যে মার্কিন ডলারের প্রয়োজন নেই, পারস্পরিক বাণিজ্যিক লেনদেনে দেশ দুটি তাদের জাতীয় মুদ্রার ব্যবহার করবে। বৃহস্পতিবার ব্রিকস আন্তর্জাতিক ফোরামের সভাপতি পূর্ণিমা আনন্দ সাংবাদিকদের একথা বলেন। খবর রুশ সংবাদ মাধ্যম আরটির।

- Advertisement -

পূর্ণিমা সাংবাদিকদের বলেন, ‘আমরা রুবল এবং রুপিতে পারস্পরিক বন্দোবস্তের প্রক্রিয়াটি বাস্তবায়ন করেছি এবং আমাদের দেশগুলির পারস্পরিক লেনদেনে ডলার ব্যবহার করার প্রয়োজন নেই। পাশাপাশি আজকে (বৃহস্পতিবার) রুবল এবং ইউয়ানে পারস্পরিক লেনদেনের প্রক্রিয়ার দিকে যাওয়ার ব্যাপারে মীমাংসার চেষ্টা করছে চীন।’

তিনি আরও বলেন, ‘এর মানে হল, ব্রিকস দেশগুলি রাশিয়ার কাছে উন্মুক্ত হচ্ছে, দেশটিকে নিষেধাজ্ঞার পরিণতি কাটিয়ে উঠতে সুযোগ দিচ্ছে।’

ব্রিকস প্রেসিডেন্ট বলেন, গত ৪০ বছরে ভারত ও রাশিয়ার মধ্যে পারস্পরিক বাণিজ্য পাঁচগুণ বেড়েছে। মস্কো ভারতে দ্রুত বর্ধমান তেল সরবরাহ করে এবং বিনিময়ে প্রচুর পরিমাণে কৃষিপণ্য, টেক্সটাইল, ওষুধ এবং অন্যান্য পণ্য পায়।

তিনি আরও উল্লেখ করেছেন, নয়াদিল্লি পশ্চিম ও রাশিয়ার মধ্যে বর্তমান নিষেধাজ্ঞা যুদ্ধে নিজেকে একটি নিরপেক্ষ পক্ষ বলে মনে করে এবং নিষেধাজ্ঞার চাপ সত্ত্বেও, মস্কোর সঙ্গে ‘প্রয়োজন হলে যে কোনো ক্ষেত্রে’ সহযোগিতা অব্যাহত রাখবে।

ফোরামপ্রধান জোর দিয়ে বলেছেন, ‘ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হলে স্বাভাবিকভাবেই রাশিয়ার তেল আমদানি বন্ধ করার জন্য ভারতের ওপর চাপ ছিল। কিন্তু এ চাপ প্রত্যাখ্যান করতে হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে। রাশিয়ান পক্ষকে আশ্বস্ত করা হয়েছিল সরবরাহ বন্ধ করা হবে না এবং নিষেধাজ্ঞার ব্যবস্থা কোনভাবেই আমাদের দেশগুলির মধ্যে সম্পর্ককে প্রভাবিত করবে না।’

- Advertisement -

Related Articles

Latest Articles