2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ব্যাগে ব্যবহৃত কনডম পাওয়ায় স্ত্রীকে হত্যা

ব্যাগে ব্যবহৃত কনডম পাওয়ায় স্ত্রীকে হত্যা - the Bengali Times
ছবি ইন্টারনেট

জিম্বাবুয়েতে স্ত্রীর ব্যাগে ব্যবহৃত কনডম পাওয়ায় তাকে ছুরিকাঘাতে হত্যা করেছেন স্বামী। অভিযুক্ত স্বামী লুঙ্গাকে (৩০) ওয়েস্টার্ন কমনেজ কোর্টের আবাসিক ম্যাজিস্ট্রেট শেফার্ড মাজাঞ্জারের মুখোমুখি করা হয়েছে। জানা যায়, তিনি তার স্ত্রী ফিওনা মোয়োর শরীরের তিন জায়গায় ছুরিকাঘাত করেছেন।

আদালতের অভিযোগ থেকে জানা যায়, লুঙ্গা তার স্ত্রী ফিওনাকে বাড়িতে রেখে প্লামট্রি শহরে গিয়েছিলেন।

- Advertisement -

এক সপ্তাহ পরে ফিরে আসার কথা থাকলেও দুই দিন পরেই লুঙ্গা বাড়িতে ফিরে আসেন। সন্ধ্যা ৭টার পর বাড়িতে ফিরে শোয়ার ঘরে যান তিনি। তার স্ত্রীর ব্যাগে থাকা ফোন বেজে উঠলে সেটি বের করতে গিয়ে সেখানে নরম কিছু তার হাতে লাগে। সেখানে পত্রিকায় মোড়ানো একটি ব্যবহৃত কনডম খুঁজে পান লুঙ্গা।
লুঙ্গা এ ঘটনার পর ফিওনার সাথে তর্কে জড়িয়ে পড়েন। তখন তিনি রান্নাঘর থেকে ছুরি এনে ফিওনার শরীরের তিন জায়গায় আঘাত করেন। ছুরিকাঘাতের ফলে ফিওনার প্রচুর রক্তক্ষরণ হয় এবং হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুল্যান্সেই মারা যান তিনি। পরে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যাওয়া হয় এবং পুলিশে অভিযোগ করা হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles