9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

বিবাহিত তারকাদের প্রেমে পাগল বলিউডের অনেক তারকাই

বিবাহিত তারকাদের প্রেমে পাগল বলিউডের অনেক তারকাই - the Bengali Times
ছবি সংগৃহীত

প্রেমে নাকি সবই সম্ভব। কাউকে ভালো লাগা দোষের কোথায়? এমনটাই মনে করেন অনেক তারকা। বলিউডও সে দৌড়ে কম যায় না। বিবাহিত তারকাদের প্রেমে পাগল বলিউডের অনেক তারকাই। আসুন, দেখে নিই সেই তালিকা।

টাইগার শ্রফ দিশা পাটানির সঙ্গে টাইগার শ্রফ যে সম্পর্কে ছিলেন, সে বিষয়ে অনেকেই নিশ্চিত। তবে সে সময়ও গুঞ্জন রটেছিল, রণবীর সিংকে নাকি ঈর্ষা করেন টাইগার। ‘কফি উইথ করণ ৭’-এ ফাঁস হয়ে যায় সেই তথ্য। যখন করণ জোহর টাইগারকে জিজ্ঞাসা করেছিলেন, ‘কি কারণে তুমি রণবীর সিংকে হিংসে করতে পার?’ তখনই টাইগার স্পষ্ট জবাব দেন, ‘ওর স্ত্রী, সে খুবই প্রতিভাবান।’ করণ এর পর হাসিতে ফেটে পড়ে বলেন, ‘খুব প্রতিভাবান, তাই নাকি?’ টাইগার এর পর বাধ্য হয়ে যোগ করেন, ‘খুব সুন্দর।’

- Advertisement -

উরফি জাভেদ কিম্ভূত সাজপোশাকের জন্য খ্যাত উরফি জাভেদ সম্প্রতি স্বীকার করেছেন যে, তিনি শাহিদ কাপুরের ভক্ত। তা ছাড়াও তার ভালো লাগার তালিকায় রয়েছেন আরও একগুচ্ছ অভিনেতা। যেমন রাম চরণ, আল্লু অর্জুন, যশ, নাগা চৈতন্য প্রমুখ। উরফির কথায়, ‘আমি হ্যান্ডসাম ছেলেদের ভালোবাসি, তাই…আর কি।’

কার্তিক আরিয়ান প্রায়শই অল্পবয়সি অভিনেত্রীর সঙ্গে ঘুরে বেড়ান কার্তিক আরিয়ান। তবে মুম্বাইয়ে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, ‘আমি সব সময় কারিনা কপূরের প্রতি দুর্বল ছিলাম।’ সিঙ্গাপুরে একটি ফ্যাশন শো-তে কারিনার সঙ্গে র‌্যাম্পে হেঁটে অভিনেতা নিজের স্বপ্নপূরণ করেছিলেন।

রণবীর কাপুর আলিয়া ভাটের সঙ্গে বর্তমানে সুখে ঘর করলেও, একসময় মাধুরী দীক্ষিতের জন্য পাগল ছিলেন রণবীর কাপুর। মাধুরীর হাসি, নাচের ভঙ্গিমা, অভিনয় দক্ষতা- সব মিলিয়েই যে তাকে ভীষণ ভালো লাগত, এ কথা স্বীকার করে নেন রণবীর। এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, মাধুরী বিয়ে করার সময় তার প্রথম বার হৃদয় ভেঙেছিল। ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র ‘ঘাগরা’ গানে নায়িকার সঙ্গে নাচের সুযোগ পেয়েছিলেন রণবীর, সেই দৃশ্য দারুণ জনপ্রিয় হয়েছিল।

পরিণীতি চোপড়া সাইফ আলি খানের প্রতি তার অনুভূতির কথা গোপন করেননি পরিণীতি। একটি ছবির প্রচারের সময়, অভিনেত্রী খোলাখুলি অভিনেতার প্রতি তার ভালো লাগা ব্যক্ত করেন। কিন্তু সকলকে অনুরোধ করেছিলেন সে কথা সাইফকে না জানাতে। আরও বলেন, ‘আমি কারিনাকেও এ কথা জানিয়েছি। তারও আপত্তি নেই আমার সাইফ-মুগ্ধতায়।’ সূত্র : আনন্দবাজার

- Advertisement -

Related Articles

Latest Articles