
এমন এক গল্প যা সিনেমাকে হার মানায়। তবে একেবারেই বাস্তব। যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে। তাও একইদিনে। শুধু তাই নয়, এ দুই দম্পতি প্রায় একই সঙ্গে সন্তানও জন্ম দিয়েছেন।
ব্রিটানি ও ব্রায়ানা ডিন। যমজ বোন। যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার রাজ্যে তাদের জন্ম। এরপর একসঙ্গেই বেড়ে ওঠা। তারা যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। ভালোবাসা, মায়া ও মমতায় একে অপরের সঙ্গে তারা এতটাই জড়ানো যে তাদের চাওয়া-পাওয়া, সাধ ও আহ্লাদও অনেকটা একরকম।
এমনকি শৈশব-কৈশোর পেরিয়ে যৌবনে পা দিলেও তার ব্যত্যয় ঘটেনি। তাই তারা চাইতেন, একদিন তারা কোনো এক যমজ ভাইয়ের প্রেমে পড়বেন এবং তাদের বিয়ে করবেন।
এদিকে টেনেসি রাজ্যের জেরেমি ও জোশ স্যালিয়ার্স দুই যমজ ভাই। তাদেরও ইচ্ছে, কোনো এক যমজ বোনকে বিয়ে করে সংসার সাজাবেন তারা।
এ দুই যমজের স্বপ্ন একদিন সত্যি হয়ে আসে। ওহাইও রাজ্যের টুইনসবার্গে প্রতিবছর যমজ মেলা বসে। টুইনস ডেজ ফেস্টিভ্যাল নামের এ মেলাতেই ২০১৭ সালে যমজ ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যায় যমজ বোনের। সাক্ষাতের প্রায় এক বছর পর ২০১৮ সালে তাদের বিয়ে হয়।
তিন বছর পর প্রায় কাছাকাছি সময়ে অন্তঃসত্ত্বা হন ব্রিটানি ও ব্রায়ানা। এরপর ২০২১ সালের জানুয়ারিতে জোশ স্যালিয়ার্স জানান, স্ত্রী ব্রিটানির ছেলের বাবা হয়েছেন তিনি। ইস্টাগ্রামে ফটো ও ভিডিও শেয়ার করে এ খবর জানান তারা।
এর প্রায় চার মাস পর জোশের ভাই জেরেমিও জানান, তার স্ত্রী ব্রায়ানাও ফুটফুটে এক ছেলের জন্ম দিয়েছেন। এ দুই যমজ এখন ভার্জিনিয়ার টুইন লেকস স্টেট পার্ক এলাকায় একই বাড়িতে বাস করছেন। সেখানেই তারা একসঙ্গেই সন্তানদের বড় করে তুলছেন তারা।