6 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

বন্যাদুর্গতদের দেখতে গিয়ে বোতলের পানিতে পা ধুলেন এমপি

বন্যাদুর্গতদের দেখতে গিয়ে বোতলের পানিতে পা ধুলেন এমপি - the Bengali Times

পাকিস্তানে ভয়াবহ বন্যায় এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। পানিবন্দি দেশটির এক-তৃতীয়াংশ এলাকার বাসিন্দারা। এক ফোটা সুপেয় পানির জন্য চারদিকে হাহাকার। তখনই দুর্গতদের সামনে বোতলের পানি দিয়ে পা ধুয়ে বিতর্কের মুখে পড়েছেন সিন্ধের এক এমপি।

- Advertisement -

মঙ্গলবার জিও নিউজের খবরে বলা হয়, স্থানীয় এমএনএ (এমপি) আমীর আলি শাহ জিলানি সিন্ধের সংহার এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন। সেই সময়ের বিতর্কিত একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সেই ভিডিওতে দেখা যায়, নেতা আমীর আলি খাটিয়ার ওপর রাজকীয় ভঙ্গিতে বসা। তার সামনে মাটি বন্যাদুর্গতরা বসে রয়েছেন আর তারপাশে নিরাপত্তাকর্মী ও সমর্থকেরা দাঁড়িয়ে আছেন। এ সময় বন্যাদুর্গতদের সামনেই সফট ড্রিংক পান করেন আমীর আলি। এরপর এক বোতল পানি দিয়ে পা-ও পরিষ্কার করেন।

বিপদে পড়া অসহায় মানুষদের সামনে স্থানীয় এমপির এমন আচরণে পাকিস্তানে বিতর্ক শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles