14.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

‘আজমেরি, তুমি তো স্ক্রিনে আগুন লাগিয়ে দিয়েছো’

‘আজমেরি, তুমি তো স্ক্রিনে আগুন লাগিয়ে দিয়েছো’ - the Bengali Times
অভিনেত্রী আজমেরি হক বাঁধন

‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে প্রায় বছর খানেক আলোচনায় ছিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। সেই রেশ কাটতে না কাটতেই বাঁধন বলিউডের ওমকারা, কামিনে, সাত খুন মাফ, হায়দার সিনেমার নির্মাতা বিশাল ভরদ্বাজের সঙ্গে কাজের খবর দেন, ছবির নাম ‘খুফিয়া’। এরপর সময় অতিবাহিত হয় দশ মাসের বেশি।

ছবিটিতে শুধু বাঁধন নন, থাকছেন বলিউডের টাবু ও আলি ফজলের মতো বড় অভিনেতা। সোমবার সেই ছবিটির ৪৭ সেকেন্ডের টিজারে কয়েক ঝলক প্রকাশ হয় নেটফ্লিক্সে, যা হুট করে বাঁধনকে আবার নিয়ে আসে আলোচনায়।

- Advertisement -

বাঁধন জানান, ছবিটির শুটিংয়ে পরিচালক বিশাল ভরদ্বাজ তাকে বলেছিলেন, ‘আজমেরি, তুমি তো স্ক্রিনে আগুন লাগিয়ে দিয়েছো।’

রহস্য-রোমাঞ্চভরা ‘খুফিয়া’র ৪৭ সেকেন্ডের টিজারে যেন সেই আগুণ লাগানো বাঁধনকে দেখা গেল।

‘খুফিয়া’র কাজ এখনও শেষ হয়নি। তাই আবারও মুম্বাই যেতে হচ্ছে বাঁধনকে। টিজার দেখে মুগ্ধতার কথা জানিয়ে বাঁধন বলেন, ‘সত্যি আমি অভিভূত। খুফিয়া কাজ করতে গিয়ে অনেক ভালো অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। অনেক গল্প তৈরি হয়েছে, যা ধীরে ধীরে বলব।’

এর আগে বিশালের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে বাঁধন বলেছিলেন ‘পরিচালক অসম্ভব ভালো মানুষ ও বিনয়ী। শুধু শিল্পী নয়, মানুষকে কীভাবে সম্মান করতে হয়, সেটা তিনি খুব ভালো করে জানেন। বলতে পারেন এটাই তার নিয়মিত চর্চা।’

পরিচালক ও নেটফ্লিক্সের কর্তাদের পেশাদারিত্বের প্রসংশা করে বাঁধন বলেন, তাদের কারণে কাজ করাটা অনেক সহজ হয়েছে।

‘খুফিয়া’ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টাবু।

- Advertisement -

Related Articles

Latest Articles