9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

আল-আমিনের বিরুদ্ধে বউ পেটানোর অভিযোগ

আল-আমিনের বিরুদ্ধে বউ পেটানোর অভিযোগ - the Bengali Times

যৌতুক চেয়ে বউ পেটানোর অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আল-আমিন হোসেনের বিরুদ্ধে। এ বিষয়ে তার স্ত্রী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

- Advertisement -

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিজুর রহমান বলেন, ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে তার স্ত্রী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি যাচাই-বাছাই চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে ও অভিযোগের সত্যতা পেলে মামলা নথিভুক্ত হবে।

আল-আমিনের স্ত্রী ইসরাত জাহান অভিযোগ দায়েরের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘সে অন্য মেয়ে নিয়ে থাকে, ২৫ আগস্ট আমাকে মারধর করেছে। তাই অভিযোগ দায়ের করেছি থানায়। তবে আমি আপোষ করতে চাই, আবারো সংসার করতে চাই।’

উল্লেখ্য, এর আগেও বিতর্কিত হয়েছিলেন আল-আমিন। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ খেলতে যান তিনি। সেখানে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাদ পড়েন দল থেকে।

পেসার আল আমিন ২০২০ সালে সর্বশেষ খেলেছেন জাতীয় দলে। এরপর ঘরোয়া ক্রিকেটে নিজেকে ব্যস্ত করেছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার।

সূত্র : বাংলাদেশ জার্নাল

- Advertisement -

Related Articles

Latest Articles