6 C
Toronto
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

ক্রিকেটারের প্রেমে মজেছেন সারাক্রিকেটারের প্রেমে মজেছেন সারা

ক্রিকেটারের প্রেমে মজেছেন সারাক্রিকেটারের প্রেমে মজেছেন সারা - the Bengali Times
বলিউড অভিনেত্রী সারা আলী খান

বলিউড অভিনেত্রী সারা আলী খানের রয়েছে অসংখ্য অনুরাগী। প্রিয় তারকারা কখন কী করেন তা জানার আগ্রহ থাকে ভক্তদের। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, সারা একটি রেস্তোরাঁয় খেতে এসেছেন। তাঁর সঙ্গে ছিলেন ভারতীয় ক্রিকেট তারকা শুভমান গিল।

দুজনকে একে অপরের হাত ধরে ভিতরে যেতে দেখা যায়। জানা যায়, তাঁরা এখন রয়েছেন দুবাইয়ে। এক প্রতিবেদনে বলা হয়, এক ভক্ত ভিডিওটি টিকটকে আপলোড করেছেন। সঙ্গে তাঁদের স্টিল ছবিও। ভিডিওতে বলতে শোনা যায়, ‘সারাকে দেখলাম ব্যাস্টিয়ানে’। ছবিতে দেখা যায়, সারা গোলাপি পোশাকে এবং শুভমান সাদা-সবুজ শার্টে। দুজনের এ ছবি সঙ্গে সঙ্গে ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এদিকে সারাভক্তরা এমন খবরে আনন্দে মেতেছেন।

- Advertisement -

এর আগে বেশ আলোচনায় ছিলেন সারা। গুঞ্জন ছিল কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। ২০১৮ সালে তিনি করণ জোহরের শো ‘কফি উইথ করন-৬’-এ এ কথা স্বীকার করেছিলেন। তবে সেই সম্পর্ক এখন আর নেই। সারা বর্তমানে ‘গ্যাসলাইট’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। তিনি ভিকি কৌশলের সঙ্গেও একটি ছবির শুট শেষ করেছেন। সারা ২০১৮ সালে ‘কদারনাথ’র মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন সারা।

- Advertisement -

Related Articles

Latest Articles