16.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

সীমান্তে পড়েছিল ১৫ লাখ টাকা

সীমান্তে পড়েছিল ১৫ লাখ টাকা - the Bengali Times

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে মালিক বিহীন ১৫ লাখ ৭৫ হাজার বাংলাদেশী টাকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

- Advertisement -

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০-বিজিবি) গঙ্গাসাগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. নাজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের সীমান্তবর্তী বাউতলা এলাকা থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।

আখাউড়া চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার কামাল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা আগে থেকেই বাউতলা এলাকায় টহল জোরদার করি। এক পর্যায়ে মালিকবিহীন অবস্থায় আমাদের সদস্যরা একটি ব্যাগে থাকা ১৫ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করেন। উদ্ধারকৃত টাকা আখাউড়া উপজেলা ট্রেজারিতে জমা করা হয়েছে।

সূত্র : আরটিভি

- Advertisement -

Related Articles

Latest Articles