7.8 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ভালোবেসে বিয়ে, ৪ মাস পরই মরদেহ উদ্ধার বর্ণালীর

ভালোবেসে বিয়ে, ৪ মাস পরই মরদেহ উদ্ধার বর্ণালীর - the Bengali Times
নিহত বর্ণালীর পরিবারের আহাজারি

বাগেরহাটের মোংলায় ভালোবেসে পালিয়ে বিয়ের চার মাস পর বর্ণালী নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ভালোবেসে বিয়ে, ৪ মাস পরই মরদেহ উদ্ধার বর্ণালীর

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের ছত্তার লেন এলাকায় ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

- Advertisement -

নিহত বর্ণালী উপজেলা শহরের বাসিন্দা। তার স্বামীর বাড়ি মাদ্রাসা রোড এলাকায়।

এদিকে এ ঘটনায় অভিযুক্ত মহসিনকে গ্রেফতার করা হয়েছে।

নিহতের স্বজনদের অভিযোগ, বর্ণালীর স্বামী মহসিনের আগেও তিনটি বিয়ে করেছেন। বাধা দেয়ার পরও পরিবারের অমতে মাদ্রাসা রোডের বাসিন্দা মহসিন খানকে বিয়ে করেন বর্ণালী। এরপর শহরের ছত্তার লেন এলাকায় ভাড়া বাসায় থাকতেন নবদম্পতি। সম্প্রতি নিজেদের একটি ছবি ফেসবুকে আপলোড করেন বর্ণালী। এ নিয়ে আগের স্ত্রীর সঙ্গে মহসিনের ঝগড়া হয়। সেই ক্ষোভ থেকেই শনিবার বিকেলে বর্ণালীকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করা হয় বলে দাবি তাদের।

তবে শ্বশুরবাড়ির লোকজন জানান, ঝগড়ার পর বর্ণালী আত্মহত্যা করেছেন।

মোংলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসিফ ইকবাল বলেন, এ ঘটনায় নিহতের স্বামীকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles