9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিক

টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিক - the Bengali Times
মুশফিকুর রহিম ফাইল ছবি

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

এশিয়া কাপের ব্যর্থতার পর রোববার দুপুর সোয়া ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অবসরের ঘোষণা দেন এ অভিজ্ঞ ক্রিকেটার। তবে ক্রিকেটের অন্য দুই সংস্করণ অর্থাৎ টেস্ট ও ওয়ানডে খেলা চালিয়ে যাবেন তিনি। এছাড়াও ঘরোয়া পর্যায়ে টি-টোয়েন্টি খেলবেন।

- Advertisement -

ফেসবুক স্ট্যাটাসে দেওয়া মুশফিকের অবসরের ঘোষণা

ফেসবুকে মুশফিক লিখেছেন, ‘দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুণ্ঠ সমর্থন আমার প্রেরণা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি।’

ওয়ানডে ও টেস্ট খেলা চালিয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি, এই দুই ফরম্যাটে আমি আরও কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে টি-টোয়েন্টি ফরম্যাটে আমি আমার খেলা চালিয়ে যাবো।’

সবশেষে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।’

- Advertisement -

Related Articles

Latest Articles