14.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

মৃত্যুর তিন মাস পর টিভির পর্দায় পল্লবী!

মৃত্যুর তিন মাস পর টিভির পর্দায় পল্লবী! - the Bengali Times

মডেল অভিনেত্রী পল্লবীর মৃত্যুর পর কেটে গেছে প্রায় চার মাস। মৃত্যুর আগে তিনি অভিনয় করেছিলেন ধারাবাহিক ‘বিক্রম বেতাল’-এ। ১ সেপ্টেম্বর তারই প্রচার-ঝলক দেখে আবেগপ্রবণ হয়ে ওঠেন পল্লভীর পরিবার আর ভক্ত-অনুরাগীরা।

- Advertisement -

এদিকে মেয়ে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি মা সঙ্গীতা দে, বাবা নীলু দে। টিভি পর্দায় মেয়েকে দেখে অনেকটাই বেদনাকাতর হয়ে উঠবে তার পরিবার।

পল্লবীর বাবা নীলুবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি আর টেলিভিশন দেখি না। মেয়ে চলে যাওয়ার পর আর ভালো লাগে না। বাকিদের দেখে মনে হয় আমার মেয়েটাই নেই। শুনেছি ওকে আবার দেখা যাবে।’

এ বিষয়ে আবেগপ্রবণ মা সঙ্গীতা বলেন, ‘আমার মেয়েটা কথা বলবে। হাঁটবে, চলবে। সেটা দেখতে পাব, এটা ভেবেই আমি খুশি। সবাইকে বলব দেখার জন্য। এটুকু আঁকড়েই তো আমাদের বেঁচে থাকা।’

উল্লেখ্য, গত ১৫ মে সকালে দক্ষিণ শহরতলির গড়ফার আবাসন থেকে পল্লবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় বিছানার চাঁদর জড়ানো ছিল।

এ হত্যায় লিভিং রিলেশনে থাকা সাগ্নিককে দায়ী করে পল্লবীর পরিবার। পরকীয়ার জের ধরেই এ ঘটনা ঘটে বলে জানা যায়। এরপর পল্লবীর মৃত্যুরহস্যের জল গড়িয়েছে অনেক দূর।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

- Advertisement -

Related Articles

Latest Articles