18.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

পরকীয়ার কথা জানায় মারধর, হুজুর বললেন ‘আমার মাথা ঠিক ছিল না’

পরকীয়ার কথা জানায় মারধর, হুজুর বললেন ‘আমার মাথা ঠিক ছিল না’ - the Bengali Times

ভোলার চরফ্যাশনে ১০ বছর বয়সী ছাত্রকে পেটানোর অভিযোগ উঠেছে এক মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে। তবে মারধরের সময় মাথা ঠিক ছিল না বলে জানিয়েছেন অভিযুক্ত শিক্ষক।

- Advertisement -

ঘটনাটি ঘটেছে উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর পাতিলা উত্তর শরীফপাড়া কওমি মাদরাসায়। সোমবার ভুক্তভোগী ছাত্র চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর স্বজনরা জানান, তিনদিন আগে ১০ বছরের ওই ছাত্রকে এলোপাতাড়ি মারধর করেন মাদরাসাশিক্ষক হাবিব। পরকীয়ার কথা জেনে অন্য ছাত্রদের কাছে বলে দেওয়ায় মারধর করেন তিনি।

আহত শিক্ষার্থীর মা বলেন, হুজুরের সঙ্গে মাদরাসার পাশে বাড়ির এক নারীর সঙ্গে প্রেম ছিল। ঘটনাটি জেনে অন্য ছাত্রদের বলে দেয় আমার ছেলে। এরই জেরে ছেলেকে পেটান হাবিব হুজুর।

পরকীয়ার কথা এড়িয়ে অভিযুক্ত হাবিব বলেন, ওই ছাত্রকে মারধরের সময় আমার মাথা ঠিক ছিল না। স্থানীয়ভাবে আমি ওই পরিবারের কাছে মাফ চেয়েছি। আর কখনো ছাত্রদের এভাবে মারধর করব না।

সূত্র : ডেইলি বাংলাদেশ

- Advertisement -

Related Articles

Latest Articles