9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

সম্পর্ক ভাঙলো সুস্মিতার!

সম্পর্ক ভাঙলো সুস্মিতার! - the Bengali Times
ইন্টারনেট থেকে নেয়া ছবি

প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদীর সঙ্গে বলিউড তারকা সুস্মিতা সেনের প্রেম করার বিষয়টি প্রকাশ পায় গত জুলাইতে। এবার দুই মাস পার না হতেই তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে।

সম্প্রতি, আচমকাই সামাজিক মাধ্যমে নিজের প্রোফাইলের ছবি পালটে ফেলেছেন ললিত মোদী। আর এতেই শুরু হয়েছে এ জল্পনা। এদিকে, সুস্মিতাকে আবারও দেখা গেছে তার প্রাক্তন প্রেমিক রোহমান শালকের সাথে। এমনকী মায়ের জন্মদিনে সুস্মিতা যখন ফেসবুক লাইভ করছিলেন সেখানেও রোহমানকে তার পিছনে দেখা যায়।

- Advertisement -

রোহমান-সুস্মিতার এ ঘনিষ্ঠতা কী পুরোনো প্রেম ফিরিয়ে আনলো, নাকি এটি শুধুই বন্ধুত্ব? এমন প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার আগে আগেই নিজের প্রোফাইলের ছবি পাল্টে ফেললেন ললিত মোদী। ললিতের এই পদক্ষেপের জন্য তার সঙ্গে সুস্মিতার বিচ্ছেদের গুঞ্জন তৈরি করেছে। সম্পর্কের খবর প্রকাশ্যে আসতেই দু’জনের মনোমালিন্য শুরু হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles