5.2 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ব্রিটিশ প্রধানমন্ত্রীর নিয়োগ, আলোচনায় ১০নং ডাউনিং স্ট্রিটের চিফ মাউসার ল্যারিস্বয়ংক্রিয় খসড়া

ব্রিটিশ প্রধানমন্ত্রীর নিয়োগ, আলোচনায় ১০নং ডাউনিং স্ট্রিটের চিফ মাউসার ল্যারিস্বয়ংক্রিয় খসড়া - the Bengali Times
বরিস জনসনের টেবিলে ল্যারি

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী নিয়োগের খবর সংগ্রহে লন্ডনে ১০ নম্বর ডাউনিং-স্ট্রিটে জড়ো হয়েছেন দেশ-বিদেশের সাংবাদিকরা। এমন সময় হঠাৎই সবার নজর কাড়লো প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটের একটি বিড়াল।

ডাউনিং স্ত্রিটে খবর সংগ্রহে যাওয়া সাংবাদিকদের সবার জিজ্ঞাসা, এই বিড়ালের বিশেষত্ব কী? উত্তর হলো, এটি কোনো সাধারণ বিড়াল নয়। ল্যারি নামের এ বিড়ালটি প্রধানমন্ত্রীর বাসভবনের একজন দায়িত্ব সচেতন সদা তৎপর কর্মী। তার পদের নাম চিফ মাউসার।

- Advertisement -

মূলতঃ ইঁদুর শিকারের জন্য প্রধানমন্ত্রীর বাসভবনে থাকে একাধিক বিড়াল। যাদের নেতা ল্যারি। আনুষ্ঠানিকভাবেই এ পদ দেয়া হয়েছে তাকে। সাংবাদিকদের সামনে গম্ভীর ও মনোযোগী ভঙ্গীমায় দেখা গেছে ল্যারিকে। ডাউনিং স্ট্রিটের পরবর্তী বাসিন্দাকে নিয়ে ল্যারির চিন্তাও যেনো কম নয়। মন দিয়ে শুনছে সাংবাদিকদের আলোচনা।

- Advertisement -

Related Articles

Latest Articles