16.9 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

চুরি করাই ৪ বোনের পেশা, দেশের ৬৪ জেলাই চষে বেড়ান

চুরি করাই ৪ বোনের পেশা, দেশের ৬৪ জেলাই চষে বেড়ান - the Bengali Times

সম্পর্কে তারা চার বোন। পেশা হিসেবে বেছে নিয়েছেন চুরি। তাও এক-দুই জেলা নয়; ৬৪ জেলাই চষে বেড়ান। কাজের নামে বাসাবাড়িতে ঢুকলেও সুযোগ বুঝে সবকিছু নিয়ে দিতেন চম্পট। এভাবে দীর্ঘদিন চুরি করলেও অবশেষে হাতেনাতে ধরা পড়েছেন এই চার বোন।

- Advertisement -

মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১২ নং সেক্টরের একটি বাসায় চুরি করতে গেলে হাতেনাতে তাদের গ্রেফতার করে পুলিশ। উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন- আকলিমা খাতুন (২২), মুন্নি আক্তার (২০), তামান্না আক্তার (২২) এবং পিয়ারা খাতুন (২৫)। মুন্নি ও তামান্না আপন বোন। বাকি দুইজন তাদের চাচাতো ও ফুফাতো বোন।

ওসি মোহাম্মদ মহসীন জানান, এই ৪ বোন বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে বিভিন্ন বাসায় গৃহকর্মী হিসেবে কাজ নেন। এরপর সুযোগ বুঝে চুরি করে পালিয়ে যান। যেহেতু চুরি করেই তারা অন্য জেলায় পালিয়ে যান, তাই তাদের শনাক্ত করতে বেশ বেগ পেতে হয়।

তিনি জানান, তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়। কিন্তু তারা ৬৪ জেলায় ঘুরে ঘুরে চুরি করেন। এর আগেও তারা মিরপুরে চুরি করতে গিয়ে আটক হন। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।

সূত্র : ডেইলি বাংলাদেশ

- Advertisement -

Related Articles

Latest Articles