17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

যে কারণে কম পারিশ্রমিক পান জেনিফার

যে কারণে কম পারিশ্রমিক পান জেনিফার - the Bengali Times

হলিউডের জনপ্রিয় অভিনেত্রি জেনিফার লরেন্স। বেশ কিছুদিন আগে তাকে নিয়ে একটি প্রতিবেদনে বলা প্রকাশ হয়। সেই প্রতিবেদনে ডোন্ট লুক আপ’ সিনেমায় সহ-অভিনেতা লিওনার্দো ক্যাপ্রিওর থেকে পাঁচ মিলিয়ন ডলার কম বেতন দেয়া হয়েছিল উল্লেখ্য করা হয়েছিল।

- Advertisement -

ওই প্রতিবেদনের প্রতিক্রিয়া জানানোর কয়েক মাস পর ফের সেই বিষয়ে বেশ বিস্ফোরক মন্তব্য করেছেন হলিউডের শক্তিশালী অভিনেত্রী জেনিফার লরেন্স।

সম্প্রতি ‘ভোগ’-এর একটি নতুন সাক্ষাৎকারে অভিনেত্রী জেনিফার লরেন্স বলেন যে তিনি ‘তার লিঙ্গের কারণে সেই লোকটির (ডি ক্যাপ্রিও) মতো বেতন পাবেন না। তিনি চেষ্টা করলেও বেতনের ব্যবধান থাকবেই।’

হলিউডে বেতনের ব্যবধান সম্পর্কে বলতে গিয়ে জেনিফার গণমাধ্যম ‘ভোগ’-কে বলেন, ‘আমি কতটা করি তাতে কিছু যায় আসে না। আমার লিঙ্গের কারণে আমি সেই লোকের (ডি ক্যাপ্রিও) মতো বেতন পাব না’।

- Advertisement -

Related Articles

Latest Articles