
এমপি মন্ত্রীর মেয়েরাও বিয়ে করতে প্রস্তুত বলে জানিয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। ভারতের জি বাংলার ‘সারেগামাপা’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে পরিচিতি পান নোবেল। সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের সূত্রে ২০১৯ সালের ১৫ নভেম্বর সালসাবিল মাহমুদকে বিয়ে করেন তিনি।
তবে গত ১১ সেপ্টেম্বর নোবেলকে তালাক নোটিশ পাঠিয়েছেন স্ত্রী সালসাবিল। নোবেলের জীবনে তাই বাজছে বিচ্ছেদের সুর। এসময় ‘ডিভোর্স’ নিয়ে নতুন গান তৈরিতে ব্যস্ত আছেন তিনি। লেখা ও কম্পোজ শেষ, শীঘ্রই রেকর্ডিং শেষে গানটি প্রকাশ করবেন তিনি। এমনটিই জানিয়েছেন গণমাধ্যমকে।
এদিকে সালসাবিলের সঙ্গে বিচ্ছেদ প্রক্রিয়া শেষ হলে ফের বিয়ের পিঁড়িতে বসবেন নোবেল। তবে আর ভালোবেসে নয়, বাবা-মায়ের পছন্দের পাত্রীকে বিয়ে করবেন তিনি।
আরও পড়ুন : আমাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছে সালসাবিল : নোবেল
নোবেলের ভাষ্য, ‘এবার আমি বিয়ে করব বাবা-মায়ের পছন্দে। আমি ২৫ বছরের একটা ছেলে। আরেকটা বিয়ে করে ফেলব। আমার বহু জায়গা থেকে প্রস্তাব আছে। ওর চেয়ে সুন্দরী ও ভালো মেয়ে বিয়ে করবো। এমপি মন্ত্রীর মেয়ে বিয়ে করতে প্রস্তুত আমাকে।’
সালসাবিলের অভিযোগ, ‘নোবেল মানসিকভাবে চরম অসুস্থ, চরম মাদকাসক্ত, নারী নেশাসহ আমাকে নানাভাবে নির্যাতন করত; সব কিছুর প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি।’
অন্যদিকে স্ত্রীর বিরুদ্ধে নোবেলের অভিযোগ, ‘আমাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছে সালসাবিল। আমার ক্যারিয়ারের ধ্বংস করতে একটি পক্ষের হয়ে কাজ করেছে সে। সব সময় আমাকে মানসিক যন্ত্রণায় রেখেছে, যাতে আমি গান গাইতে না পারি। কনসার্ট করতে না পারি।’