9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

আবাসিক হোটেলে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ৬ নারী আটক

আবাসিক হোটেলে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ৬ নারী আটক - the Bengali Times

বগুড়ায় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ছয় নারীকে আটক করেছে পুলিশ। তারা অনৈতিক কাজে লিপ্ত হওয়ার জন্য ওই হোটেলে অবস্থান করছিলেন।

- Advertisement -

শুক্রবার রাত ৮টার দিকে শহরের সাতমাথা এলাকার আমির গেস্ট হাউস নামে আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয় বলে জানান বগুড়া সদর পুলিশ ফাঁড়ির এসআই খোরশেদ আলম।

তিনি জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমির গেস্ট হাউসে অভিযান চালানো হয়। সেখানে ছয়জনকে নারীকে পাওয়া যায়। তারা অনৈতিক কার্যকলাপে লিপ্ত হওয়ার জন্য ওই হোটেলে অবস্থান করছিলেন। আটক নারীদের বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে। তারা সবাই বগুড়া জেলার বাসিন্দা।

এসআই খোরশেদ আরো জানান, অভিযানে ওই আবাসিক হোটেলে কোনো পুরুষকে পাওয়া যায়নি। এছাড়াও হোটেল কর্তৃপক্ষের কেউ ওই সময় সেখানে উপস্থিত ছিলেন না। শুধু ছয় নারীকেই সেখানে পাওয়া যায়। অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে গেছেন। আটকদের থানায় পাঠানো হয়েছে।

সদর থানার এসআই আব্দুল মালেক জানান, বগুড়ার সদর পুলিশ ফাঁড়ির অভিযানে ৬ নারী আটক হন। তারা থানা হেফাজতে আছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র : ডেইলি বাংলাদেশ

- Advertisement -

Related Articles

Latest Articles