18.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

বিয়ে হলেও রেহাই মেলেনি তরুণীর, তুলে নিয়ে সর্বনাশ করেই ছাড়ল বখাটে

বিয়ে হলেও রেহাই মেলেনি তরুণীর, তুলে নিয়ে সর্বনাশ করেই ছাড়ল বখাটে - the Bengali Times

ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৮ বছর বয়সী তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী তরুণীর নানা।

- Advertisement -

অভিযুক্তের নাম মো. ইব্রাহিম। তিনি গফরগাঁও উপজেলার চরআলগী নয়াপাড়া গ্রামের শফিক মিয়ার ছেলে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, মা-বাবা মারা যাওয়ায় নানাবাড়িতে বড় হয়েছেন ওই তরুণী। স্কুলে পড়ার সময় আসা-যাওয়ার পথে তাকে নানাভাবে কুপ্রস্তাব দিতেন ইব্রাহিম। উপায় না পেয়ে লেখাপড়া শেষ হওয়ার আগেই নাতনিকে বিয়ে দেন নানা।

বিয়ে হলেও পিছু হটেননি ইব্রাহিম। তরুণীর স্বামীর বাড়িতে গিয়ে উত্ত্যক্ত করতেন। এ নিয়ে গৃহবধূর সংসারে দেখা দেয় অশান্তি। কিছুদিন আগে নানাবাড়িতে বেড়াতে আসেন ওই গৃহবধূ। বুধবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন তিনি। এ সময় তাকে নিজ বাড়িতে তুলে নিয়ে ধর্ষণ করেন ইব্রাহিম ও তার সহযোগীরা।

বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী গৃহবধূকে মারধর করেন ইব্রাহিমের পরিবারের লোকজন। একই সঙ্গে তার নানাকে থানায় মামলা না করার হুমকি দেন।

গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে গফরগাঁও থানায় মামলা করেছেন ভুক্তভোগীর নানা। অভিযুক্তদের গ্রেফতারে এরই মধ্যে মাঠে নেমেছে পুলিশ।

সূত্র : ডেইলি বাংলাদেশ

- Advertisement -

Related Articles

Latest Articles