9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

শাহরুখ-কন্যাকে ট্রোল করে মালাইকার সঙ্গে তুলনা

শাহরুখ-কন্যাকে ট্রোল করে মালাইকার সঙ্গে তুলনা - the Bengali Times

সুহানা খান বামে ও মালাইকা অরোরা

ক্রপ টপ আর ব্যাগি ট্রাউজার পরে বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন শাহরুখ খান-কন্যা সুহানা খান। দোষ এটুকুই! আর সেজন্য তাকে যা নয় তাই শুনতে হল। কেউ বললেন ‘জুনিয়র মালাইকা’। কেউ আবার বাবা শাহরুখের তুলনা টেনে লিখলেন, তারকা-সন্তান মানেই তারকা নয়।

জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ ছবিতে অভিনয় করছেন সুহানা। ছবিতে রয়েছেন শ্রীদেবী-কন্যা খুশি কাপুর, অমিতাভের নাতি অগস্ত্য নন্দা-সহ এক ঝাঁক নতুন মুখ। সেই নিয়েও সমালোচনার মুখে পড়েছিলেন শাহরুখ-কন্যা। তারা আঙুল তুলে বলেন, তারকা-কন্যা বলেই সহজে ছবিতে সুযোগ পেয়েছেন। নয়তো কোনও যোগ্যতা নেই সুহানার।

- Advertisement -

বৃহস্পতিবার বিদেশ থেকে ফিরেছেন সুহানা। বিমানবন্দরে তার একটি ছবি ভাইরাল হয়েছে। ক্রপ টপ-ব্যাগি ট্রাউজার পরা সুহানার হাতে জ্যাকেট। কাঁধে পিচ রঙের ব্যাগ। সেই নিয়েই ফের সরব নেট মাধ্যম। কেউ মন্তব্য করে লিখলেন, “এ তো জুনিয়র মালাইকা অরোরা!’ কেউ লিখলেন, “এরা নিজেদের সুপারস্টার ভাবেন।”
একজন লিখলেন, “তারকা-সন্তান আর তারকার মধ্যে অনেক ফারাক। এর পর আপনারা বলবেন, স্বজনপোষণ শেষ হয় না। হবেই বা কী করে? আপনারা তো আগেই এঁদের তারকা বানিয়ে দেন।”

অন্য একজন লিখলেন, “পুরোটাই বাপের ক্ষমতা। বাকি আর কিচ্ছু নেই। এত মাথায় তুলবেন না।”

- Advertisement -

Related Articles

Latest Articles