9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

এবার ভোজ্যতেলের দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

এবার ভোজ্যতেলের দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী - the Bengali Times

দেশে ভোজ্যতেলের দাম কমানো নিয়ে সুখবর দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

- Advertisement -

শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে রংপুরে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমছে। ফলে দেশের বাজারে তা সমন্বয় করা হবে।

মন্ত্রী বলেন, আগামী মাসে (অক্টোবর) ভোজ্যতেলের দাম আরও একধাপ কমতে পারে। ইতোমধ্যে এ নিয়ে প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দ্বিপক্ষীয় ব্যবসায়িক আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। অদূর ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য আরো বাড়বে। এ সংক্রান্ত সুযোগ-সুবিধাও বৃদ্ধি পাবে।

এর আগে, গত ২৩ আগস্ট বোতলজাত সয়াবিন তেলের দাম ৭ টাকা বাড়িয়ে ১৯২ টাকা নির্ধারণ করা হয়। খোলা সয়াবিন তেলের দাম ৯ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা করা হয় এবং ৫ লিটারের বোতল ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়।

সূত্র : আরটিভি

- Advertisement -

Related Articles

Latest Articles