ল্যাটিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আবারো হোঁচট খেলো আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করলো স্ক্যালোনি বাহিনী। এ নিয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচে পয়েন্ট হারাল আলবেসিলেস্তারা।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিনগত রাতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আকাশী-নীল বাহিনী। মেসি-ডি মারিয়াদের থামাতে হিমশিম খায় প্যারাগুইয়ানরা।
তিন মিনিটের মধ্যেই দু’বার এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিলো তাদের সামনে। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পাওয়া হয়নি আর্জেন্টিনার।
পাল্টা আক্রমণে আর্জেন্টাইন শিবিরকে পরীক্ষায় ফেলে প্যারাগুয়ে। কিন্তু এমি মার্টিনেজের বাধা টপকানো হয়নি তাদের। বল দখল এবং অন টার্গেট শটে এগিয়ে থাকলেও, জালের ঠিকানা খুঁজে পায়নি আর্জেন্টিনা।
বিরতি থেকে ফিরে খেলার গতি বাড়ায় মেসি-পারেদেসরা। কিন্তু স্বাগতিকদের জমাট ডিফেন্স ভেদ করতে পারেননি তারা। শেষ পর্যন্ত হতাশার ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে।